শেষ আপডেট: 31st July 2024 10:42
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী ড্রাগস (নিষিদ্ধ মাদক) নেন। এনিয়ে তদন্ত করা উচিত। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস এমপি রাহুল গান্ধী সম্পর্কে কুকথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের। ২০২৪ লোকসভা নির্বাচনেই রাজনীতির অভিষেকেই হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জিতে সংসদে প্রবেশ করেছেন বলি অভিনেত্রী কঙ্গনা। বরাবরই বিতর্কিত মন্তব্য করে বিখ্যাত হওয়ার চেষ্টা করা রনৌত এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলকে নিয়ে খোদ লোকসভায় কটু মন্তব্য করায় বিতর্ক আরও দানা বেঁধেছে।
মঙ্গলবার লোকসভার অধিবেশনে কঙ্গনা রনৌত বলেন, আমার মনে হয় রাহুল গান্ধী ড্রাগস নেন। তাঁর শারীরিক পরীক্ষা হওয়া উচিত। প্রসঙ্গত, আগের দিন রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চ অর্থাৎ মোদী নেতৃত্বাধীন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শিব ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। তার প্রেক্ষিতেই কঙ্গনা ড্রাগস নেওয়ার অভিযোগ তোলেন সভায়।
কংগ্রেস নেতার বক্তব্য খারিজ করতে গিয়ে কঙ্গনা বলেন, দেশে গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পুরুষ না মহিলা, জাতি বা ধর্ম দেখে প্রধানমন্ত্রী করা হয় না কাউকে। অন্যদিকে, রাহুল প্রতিদিন এসব কথা তুলে সংবিধানের অপমান করে চলেছেন।
কঙ্গনার অভিযোগ, রাহুল প্রতিদিন গণতন্ত্রের মজা ওড়াচ্ছেন। অপমান করছেন। হয়তো দেখা যাবে কাল উনি (রাহুল) বলছেন গায়ের রং দেখে প্রধানমন্ত্রী ঠিক করা হয়। উনি কি গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না, প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
উল্লেখ্য, গত সোমবার লোকসভায় মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তুলোধনা করতে গিয়ে রাহুল গান্ধী মহাভারতে চক্রব্যুহের দৃষ্টান্ত টেনে আনেন। মঙ্গলবার এনিয়ে বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুরও লোকসভার বিরোধী দলনেতাকে রাজনৈতিক জবাব দেন। কিন্তু, হঠাৎ করে রাজনীতিতে আসা আনকোরা নেত্রী হওয়া কঙ্গনার এই মন্তব্য নিয়ে জলঘোলা হতে শুরু করেছে।
কঙ্গনা আরও বলেন, উনি যখন যে অবস্থায় সংসদে আসেন এবং যেসব যুক্তি সভায় খাড়া করেন, তখন দেখেই মনে হয় যেন উনি সবসময় নেশা করে আছেন। তাঁর পরীক্ষা করা উচিত তিনি মাদক গ্রহণ করেন কিনা, কেননা যেসব আজগুবি কথা বলেন তাতে তো তাই মনে হয়।
মনে করিয়ে দেওয়া যায়, গত ১ জুলাই কঙ্গনা রনৌত লোকসভায় রাহুল প্রসঙ্গে বলেছিলেন, কংগ্রেস নেতার এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার সময় কঙ্গনা এর আগেও কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের অভিযোগ তুলেছিলেন।