Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
BJP MP

‘ঈশ্বরের নামে শপথ’ নেননি এক বিজেপি সাংসদ, তাঁর ‘মন কি বাত’ বোঝার চেষ্টা দলের

প্রথমবারের সাংসদ রাজভূষণকে মন্ত্রী করার পিছনে বিজেপির ওবিসি ভোটের অঙ্ক রয়েছে।

‘ঈশ্বরের নামে শপথ’ নেননি এক বিজেপি সাংসদ, তাঁর ‘মন কি বাত’ বোঝার চেষ্টা দলের

রাজভূষণ চৌধূরী।

শেষ আপডেট: 25 June 2024 03:32

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১৮তম লোকসভার সদস্য হিসাবে যে নবনির্বাচিতরা শপথ গ্রহণ করেছেন তাঁদের মধ্যে একজনকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। চর্চার কারণ তিনি ঈশ্বরের নামে নয়, শপথ নিয়েছেন সত্যনিষ্ঠার সংকল্প রক্ষার কথা বলে। 

মন্ত্রী বা সাংসদ বিধায়ক হিসাবে শপথ নেওয়ার সময় ঈশ্বরের নামের পাশাপাশি সত্যনিষ্ঠার সহিত কথাটি বলেও শপথ-বাক্য পাঠ করা যায়। যদিও বামপন্থীরা বাদে বেশিরভাগ সাংসদ, বিধায়ক ঈশ্বরের নামেই শপথ নিয়ে থাকেন। বিশেষ করে বিজেপি সাংসদ, বিধায়কেরা তো বটেই। 

গোল বেঁধেছে রাজভূষণ চৌধূরীকে নিয়ে। বিহারের মুজফ্ফরপুরের নব নির্বাচিত সাংসদ রাজভূষণ নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথমবারের সাংসদ রাজভূষণকে মন্ত্রী করার পিছনে বিজেপির ওবিসি ভোটের অঙ্ক রয়েছে। পেশায় চিকিৎসক রাজভূষণ আসলে মালহা সম্প্রদায়ের মানুষ। ওই সম্প্রদায়ের লোকেদের মূল পেশা মাছ ধরা। 

বিহারের শিল্প নগরী বেগুসরাইয়ের সাবেক বাসিন্দা রাজভূষণ সাধারণ কলেজ গ্র্যাজুয়েট হওয়ার পর ডাক্তারি পড়েছেন। পেশায় তিনি চিকিৎসক। মুজফ্ফরপুরের মানুষ তাঁকে এক ডাকে চেনে। বিহারের আঞ্চলিক পার্টি বিকাশশীল ইনসাফ পার্টি নামে একটি ছোট দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এলাকায় নানা সামাজিক কাজ করছিলেন।

গত বারের মাঝামাঝি বিজেপি তাঁকে দলে নিয়ে লোকসভা ভোটে মুজফ্ফপরপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে টিকিট দেয়। কংগ্রেস প্রার্থীকে ভাল মার্জিনে হারিয়ে সংসদে গিয়েছেন রাজভূষণ।

সেই তিনি সোমবার সংসদ সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ নেননি। তিনি বলেন, ‘আমি সত্যনিষ্ঠার সঙ্গে ঘোষণা করছি যে...।’ লিখিত নির্দেশ না থাকলেও বিজেপিতে ঈশ্বরের নামে শপথ নেওয়াই দস্তুর। গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নির্বাচনে অংশ নিলেও তারা জনগণের উপরে ঈশ্বরের স্থান বলে মনে করে। সেই দলের সাংসদ রাজভূষণ কেন ভিন্ন পথে হাঁটলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানার চেষ্টা হচ্ছে, তিনি মন্ত্রী পদে শপথ নেওয়ার সময় কী বলেছিলেন।

আশ্চর্যের হল, স্বয়ং রাজভূষণ এই ব্যাপারে কোনও ব্যাখ্যা দিতে রাজি হননি। তবে বিজেপির একাংশের মতে, রাজভূষণ সদ্য দলে এসেছেন। বিজেপির সংস্কৃতি, আচার-বিচার তাঁর সবটা জানা হয়ে ওঠেনি।


ভিডিও স্টোরি