শেষ আপডেট: 20th December 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্তাইন এবং বাংলাদেশ নিয়ে ঝোলা ব্যাগ কাঁধে 'ছবি তোলা' প্রতিবাদী মুখ প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে এবার নতুন ব্যাগ উপহার দিল বিজেপি। ভারতীয় জনতা পার্টির এমপি অপরাজিতা সারঙ্গী সংসদের শীত অধিবেশনের শেষদিন, শুক্রবার, '১৯৮৪' লেখা একটি ব্যাগ উপহার দেন। প্রিয়ঙ্কার ঠাকুমা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের দিন ও তার পরবর্তী শিখ গণহত্যার বছরকে কটাক্ষ করে তাঁকে নতুন ব্যাগ দিলেন বিজেপির লোকসভা সদস্য।
সম্প্রতি প্রিয়ঙ্কা গান্ধী সংসদ চত্বরে এসেছিলেন 'প্যালেস্তাইন' লেখা কাঁধে ঝোলানো একটি ব্যাগ নিয়ে। বোঝাতে চেয়েছিলেন প্যালেস্তাইনের মানুষের প্রতি তাঁর এবং তাঁর দল কংগ্রেসের গভীর সহানুভূতি রয়েছে। সংসদ চত্বরে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের সামনে পোজ দিয়ে প্রতিবাদী মুখের পরিচয় দিয়েছিলেন লোকসভায় প্রথমবার সদস্য হয়ে আসা নেত্রী। তার পরদিনই বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানসহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ করে লেখা আরও একটি ব্যাগ নিয়ে আসেন প্রিয়ঙ্কা। সেদিনও চিত্র সাংবাদিকদের সামনে ব্যাগ ঝুলিয়ে ছবি তুলেছিলেন। তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডলগুলোতেও সেই ছবি পোস্ট করেন তিনি। এদিন তাই নিয়েই প্রিয়ঙ্কাকে কংগ্রেসের শিখ নিধনের বছরকে স্মরণ করিয়ে দিয়ে '১৯৮৪' লেখা ব্যাগ উপহার দিয়ে কটাক্ষ বিজেপি সাংসদ অপরাজিতার।
In a befitting response to Priyanka Gandhi’s drama in Parliament everyday, BJP MP @AprajitaSarangi has brought the perfect gift for her -- A tote bag with “1984” inscribed on it.
— Priti Gandhi (@MrsGandhi) December 20, 2024
Please pose with the bag @priyankagandhi, and show solidarity with the victims! pic.twitter.com/f2i2C8hNvu
এদিন একটি ভিডিওতে দেখা গিয়েছে, সারঙ্গী লোকসভায় ঢোকার মুখে প্রিয়ঙ্কার হাতে ব্যাগটি তুলে দেন এবং কংগ্রেস নেত্রী সেটি নিয়ে হেঁটে চলে যান। গতকাল, বৃহস্পতিবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে আম্বেদকর ইস্যুতে মারমার-কাটকাট পরিস্থিতির পরদিনই শুক্রবার এই ঘটনা ঘটল। প্যালেস্তাইন ও বাংলাদেশ নিয়ে প্রিয়ঙ্কার প্রতিবাদী ব্যাগ প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলেছিল।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রিয়ঙ্কার সমালোচনায় বলেছিলেন, উনি রাহুল গান্ধীর থেকেও বড় বিপর্যয়। কংগ্রেস দলকে তিনি নতুন মুসলিম লিগ বলেও নিন্দা করেছিলেন। এদিন অপরাজিতা সারঙ্গী যে ব্যাগটি দেন, তাতে লাল অক্ষরে লেখা ছিল ১৯৮৪ এবং রক্তের ফোঁটা ঝরে পড়ার ছবি। এ প্রসঙ্গে সারঙ্গী বলেন, মাননীয়া কংগ্রেস এমপি খুব ব্যাগ ভালবাসেন। তাই আমি তাঁকে একটি ব্যাগ উপহার দিলাম। প্রথমে উনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরে তা গ্রহণ করেন।