শেষ আপডেট: 3rd February 2024 07:49
দ্য ওয়াল ব্যুরো: জমি সংক্রান্ত গোলমালকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষকে নিয়ে থানায় আলোচনায় বসেছিল পুলিশ। সেখানেই শিবসেনা নেতা মহেশ গায়কওয়াড়কে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক গণেশ গায়কওয়াড়ের বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শিবসেনার এক বিধায়ক-সহ দু’জন নেতা।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরের হিল লাইন থানায়। অভিযুক্ত বিজেপি বিধায়ক গণেশ গায়কওয়াড়কে গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এদিন দুই দলের নেতা এবং কর্মী সমর্থকরা থানায় জমা হয়েছিলেন। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই বিজেপি বিধায়ক পর পর চার রাউন্ড গুলি করে। শিবসেনা নেতা মহেশ গায়কওয়াড়ের পাশাপাশি গুলিবিদ্ধ হন শিবসেনা বিধায়ক রাহুল পাটিলও।
VIDEO | Shiv Sena's Kalyan City President Mahesh Gaikwad was shot at in Ulhasnagar. More details are awaited. pic.twitter.com/wp43OmdDgG
— Press Trust of India (@PTI_News) February 2, 2024
ঘটনার পরই গুলিবিদ্ধ শিবসেনা নেতা মহেশ গায়কওয়াড়কে উলহাসনগরের মীরা হাসপাতালে ভর্তি করা হয়। শারীূরিক অবস্থা আশঙ্কাজনক হলে রাত ১১টার দিকে তাঁকে থানের জুপিটার হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ অপর শিবসেনা নেতাকেও সেখানে ভর্তি করা হয়েছে।
ঘটনার জেরে মহারাষ্ট্রের উলহাসনগরের তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত বিজেপি বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিবসেনার নেতা, কর্মীরা।
যদিও পরিস্থিতির জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব ধৃত বিজেপি বিধায়ক গণেশ গায়কওয়াড়। তাঁর দাবি, “আদালত যা রায় দেবে তা মাথা পেতে নেব। কিন্তু মানুষকে বলব আমি অপরাধী নই। একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তিনি বিজেপির সাথে একই বিশ্বাসঘাতকতা করতে চলেছেন।“
একনাথ শিন্ডে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলেও দাবি ধৃত বিজেপি নেতার। তবে গুলি চালানোর আলাদা কোনও ব্যাখ্যা দেননি তিনি।