শেষ আপডেট: 1st November 2024 08:51
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা দেবেন্দ্র সিং রানা প্রয়াত। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং সম্প্রতি তাঁকে হরিয়ানার ফরিদাবাদের এক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বিজেপি নেতার বয়স হয়েছিল ৫৯ বছর। দেবেন্দ্র সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ভাই।
কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানের নাগরোটা থেকে জয় পেয়েছিলেন দেবেন্দ্র। জম্মুর ডোগরা গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন এই বিজেপি নেতা। নাগরোটার বিধায়ক হিসেবে তাঁর ভাল কাজের উদাহরণ রয়েছে। এবারও একই কেন্দ্র থেকে পুনরায় জিতে তিনি বিধায়ক হয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উপত্যকা তথা জাতীয় রাজনৈতিক মহল।
প্রথম থেকেই রাজনীতির ময়দানে ছিলেন না দেবেন্দ্র। তাঁর কয়েক কোটি টাকার ব্যবসা ছিল। সেই ব্যবসার পাশাপাশিই তিনি রাজনীতি করতে শুরু করেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে সাফল্যও পান। তাঁর প্রয়াণের খবরে জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ''আমরা একজন দেশপ্রেমী এবং সম্মানীয় নেতাকে হারালাম। উপত্যকার মানুষের খুবই পছন্দের ব্যক্তি ছিলেন দেবেন্দ্র। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।''
রাজনীতি শুরুর জীবনে জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রীই ওমর আবদুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন দেবেন্দ্র। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। সম্প্রতি যে নির্বাচনে তিনি জিতেছেন তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দেবেন্দ্র হারান ৩০ হাজারের বেশি ভোটে। তবে তার আগে ২০১৪ সালে বিজেপির 'ঝড়ের' মধ্যেও ন্যাশনাল কনফারেন্সের হয়ে নাগরোটা থেকেই ভোটে জিতেছিলেন তিনি। দেবেন্দ্র রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেকে।