শেষ আপডেট: 2nd June 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: রবিবার শুরু হয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিম দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। শুরু থেকেই দুটি রাজ্যে এগিয়ে সংশ্লিষ্ট রাজ্যের শাসকদল।
ভোটের আগেই অরুণাচল প্রদেশের মোট ৬০টি আসনের মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বিজেপি। এদিন যে ৫০টি আসনে গণনা শুরু হয়েছে তার মধ্যে ৪১টি আসনেই এগিয়ে বিজেপি। এনপিপি এগিয়ে ৮ আসনে, কংগ্রেস এগিয়ে ১ আসনে। অর্থাৎ অরুণাচলে এবারও চালকের আসনে থাকতে পারে বিজেপি।
অন্যদিকে সিকিমে ৩২টি বিধানসভা আসনের মধ্য়ে ৩০টি আসনেই এগিয়ে শাসক দল এসকেএম। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম। এ বারেও রাজ্যের তখত এই জোটের অধীনেই থাকার সম্ভবনা প্রবল।
শনিবার শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ এবং সিকিম দুই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। তখনই কমিশন জানিয়েছিল, ২ জুন এই দুই রাজ্যের ভোট গণনা হবে।
গতবারে অরুণাচলে বিজেপি এককভাবে জয়ী হয়েছিল ৪১টি আসনে। এছাড়াও জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি আসন জিতেছিল। জয়ী হয়েছিলেন দু'জন নির্দল প্রার্থীও।
অন্যদিকে সিকিমে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম।