শেষ আপডেট: 9th April 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিত্তরঞ্জন পার্ক হল রাজধানী শহরের ভিতর একটুকরো কলকাতা। স্থানীয়ভাবে বাঙালি মহল্লা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্কের মাছ বাজারেরও সুনাম আছে। সেই মাছ বাজারে ঢুকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া নিয়ে একটি ভিডিও বাজারে ছেড়েছেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র। মঙ্গলবার তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করে। কিন্তু, বুধবার বিজেপির তরফে পাল্টা অভিযোগ তোলা হল যে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদের ভিডিও পুরোপুরি মিথ্যা ও বানানো।
মহুয়া নিজে অবশ্য এদিনও চুপ করে থাকেননি। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ওরা শুধু বাঙালিদের উপরই ছড়ি ঘোরাতে চাইছে তা নয়, বাঙালিদের ব্যবসাকেও লাটে তুলতে চাইছে। ওরা চাইছে যাতে সবাই ধোকলা খেয়ে বেঁচে থাকে এবং দিনে তিনবার জয় শ্রীরাম বলে ধ্বনি দেবে। বিজেপিকে মহুয়া হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী ও সংবিধান বিরোধী দল বলে ব্যাখ্যা করেন। এখানে তো হিন্দু দোকানদারদেরও ভয় দেখানো হচ্ছে।
মহুয়ার অভিযোগ প্রসঙ্গে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, সিআর পার্কের মাছ বাজার সংলগ্ন কালী মন্দিরের পবিত্রতা সকলেই বজায় রাখে। মাছ বাজারের প্রতিটি বিক্রেতা ও ক্রেতারাও মন্দিরকে ভক্তি করেন। এই মাছ বাজারের জমি আইনত বরাদ্দ করা হয়েছিল এবং এই এলাকার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। মাছ বিক্রেতারা এই বাজারকে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং ব্যবসায়ীরা বিভিন্ন ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে অংশ নেন।
মহুয়া মৈত্রের এই ভিডিওকে তিনি কায়েমি রাজনৈতিক স্বার্থে তৈরি করা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বলে মন্তব্য করেন। উল্লেখ্য সিআর পার্কের এই মাছ বাজারে শুধু এলাকার লোকই নন, গোটা দিল্লির মৎস্যপ্রেমিকরা এসে ভিড় করেন। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি পাল্টা ভিডিও নিয়ে এসেছেন। যেখানে কালীবাড়ির পুরোহিত সহ স্থানীয়দের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। যেখানে শোনা যাচ্ছে, কেউ তাঁদের হুমকি দেয়নি বা হেনস্তা করেনি।
তিনি আরও বলেন, 'সবজান্তা আন্তর্জাতিক মহিলা'র তকমা বিতর্ক থেকে দৃষ্টি সরাতে এই চেষ্টা বলেও মন্তব্য করেন মালব্য। মঙ্গলবার মহুয়া যে ভিডিওটি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল কয়েকজন যুবক এসে বিক্রেতাদের হুমকি দিচ্ছে। তারা বলছে, এখানে মন্দির রয়েছে। যার পাঁচিল বাজারের গায়ে। সে কারণে এখানকার পবিত্রতা নষ্ট করা যাবে না।