শেষ আপডেট: 8th February 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর দেশের রাজধানীতে বিজেপির প্রত্যাবর্তন। ১৯৯৮ সালে শেষ বার ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। 'মাফলার ম্যান' কেজরিওয়ালকে রাজ্যের দায়িত্ব সঁপেছিল রাজধানীবাসী। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই আস্থা হারিয়েছে তাঁর দল। দীর্ঘ সময় পর কুর্সি পেয়ে যারপরনাই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। নরেন্দ্র মোদী বললেন, "মানুষ আপদ বিদায় করেছে।"
আপ-এর উদ্দেশে মোদীর এহেন 'আপদ' কটাক্ষ নতুন নয়। আগেও দিল্লির এক সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ‘আপদ’ বলেছিলেন। সেই একই ঢঙে শনিবার বিজেপির সদর দফতরে গিয়ে দিল্লিবাসী ও দলের কর্মী-সমর্থকদের ভালবাসা জানিয়ে সেই সুরই ফের একবার বইয়ে দিলেন।
শনিবার বিজেপির সদর দফতর থেকে তিনি বলেন, "দিল্লির জনগন আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। যা আমাদের কাছে ঋণের সমান। এবার রাজ্যের ডবল ইঞ্জিন সরকার জনতা-জনার্দনকে উন্নয়ন, বিকাশের মাধ্যমে সেই ঋণ ফিরিয়ে দেবে। আজকের জয় সামান্য জয় নয় ঐতিহাসিক। আজকের জয় 'আপদ'কে বের করে দিয়েছে। আপদের থেকে দিল্লি মুক্তি পেল, যা জনাদেশে স্পষ্ট।"
প্রসঙ্গত, দিল্লির যে সভা থেকে 'আপদ' শব্দ আমদানি হয়েছিল, সেই সমাবেশ থেকে মোদী জানিয়েছিলেন, "দিল্লি বলছে, ‘আপদের’র অজুহাত আর চলবে না, মিথ্যে প্রতিশ্রুতি আর চলবে না। লুটপাট ও মিথ্যার দিন শেষ। মানুষ চায় বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’—যারা গরিবদের জন্য ঘর তৈরি করবে, দিল্লির আধুনিকীকরণ করবে, প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেবে এবং ট্যাঙ্কার মাফিয়াদের কবল থেকে মুক্তি দেবে।"
আজকের দিল্লির বিধানসভা নির্বাচনের ফল সেই 'মুক্তি'রই যেন প্রতিধ্বনি। এদিন ভোট গণনা শুরুর পর থেকেই পালে হাওয়া লেগেছিল বিজেপির। ট্রেন্ড তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল মুখ থুবড়ে পড়বে কেজরিওয়ালের। গত বুধবার যে ক'টা বুথফেরত সমীক্ষা বেরিয়েছিল, তাতে ইঙ্গিত দেওয়া হয়েছিল দিল্লির কুর্সি দখল করবে ভারতীয় জনতা পার্টি। বাকিটা... ইতিহাস।