শেষ আপডেট: 2nd May 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত নেতা ব্রিজভূষণ শরণ সিংকে টিকিট দিল না বিজেপি। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে পদ্ম প্রতীক পাচ্ছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিং। করণ উত্তরপ্রদেশে কুস্তি সংস্থার প্রধান। অর্থাৎ ব্রিজভূষণকে ছাঁটলেও তিনবারের বাহুবলি এমপির পরিবারের হাতেই রইল কাইজারগঞ্জ। অন্যদিকে, রায়বেরলি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দীনেশপ্রতাপ সিং।
দীনেশপ্রতাপ এর আগে ২০১৯ সালে রায়বেরলি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে হেরে যান। করণভূষণ হলেন ব্রিজভূষণের ছোট ছেলে। উত্তরপ্রদেশ কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও তিনি জাতীয় স্তরে শ্যুটার। অস্ট্রেলিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করেছেন করণ। তাঁর বড় ভাই প্রতীকভূষণ সিং রাজ্যের একজন বিধায়ক।
প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে দেশজুড়ে প্রবল বিক্ষোভ আন্দোলন জেগে ওঠে। পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগটের মতো কুস্তিগিররা দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসেন। তাঁদের আন্দোলনের পাশে দাঁড়ায় বহু বিজেপি বিরোধী দল।
প্রবল চাপের মুখে অবশেষে বিজেপি নেতৃত্বের চাপে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ব্রিজভূষণ। পরে তাঁরই এক অনুচরকে ফেডারেশন সভাপতি করা হয়। সম্প্রতি আদালতে ব্রিজভূষণ পুনর্তদন্তের দাবি জানালে রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক প্রিয়ঙ্কা রাজপুত আগামী ৭ মে চার্জ গঠনের নির্দেশ দেন। তারপরেই বিজেপি ব্রিজভূষণের ডানা ছাঁটার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। কিন্তু, আসনের টিকিটটি তাঁর পরিবারের হাতেই তুলে দিল।