শেষ আপডেট: 13th September 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৬ মাস জেলবন্দি থাকার পর শেষমেশ মিলেছে স্বস্তি। শুক্রবার সকালে আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে। ইডির পর এবার সিবিআইয়ের দায়ের করা মামলাতেও মুক্তি মিলেছে তাঁর। তারপরই আপ সুপ্রিমোর পদত্যাগের দাবিতে সরব বিজেপি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, অন্তত ‘নৈতিকতার’ বিষয়টি মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে এখনই পদত্যাগ করা উচিত। কেজরিওয়ালকে ‘জেল ওয়ালা সিএম থেকে বেল ওয়ালা সিএম’ বলেও কটাক্ষ করেছেন গৌরব। এরপরই তাঁর কটাক্ষ, আবগারি মামলায় গ্রেফতারের পর কেজরিওয়ালের পদত্যাগের দাবি তুলেছিলেন দিল্লিবাসী। সেকথা মাথায় রেখেই পদত্যাগ করুন দিল্লির মুখ্যমন্ত্রী।
তবে এখানেই থামেননি গৌরব। অরবিন্দ কেজরিওয়ালকে ‘ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করে তাঁর দাবি, নীতি-আদর্শ সবকিছু জলাঞ্জলি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করে আছেন কেজরি।
দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা কেজরিওয়ালের দ্রুত পদত্যাগের দাবি জানিয়ে বলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির কোনও নৈতিক চরিত্র নেই। এরপরই আপের দাবি উড়িয়ে বীরেন্দ্র সাফ জানান, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে কোনও গলদ ছিল না।
এদিকে কেজরিওয়ালের জেলমুক্তি ঘটতেই দিল্লিতে রীতিমতো শুরু হয়েছে উৎসব। ফুল ও মালায় সেজে উঠেছে আম আদমি পার্টির সদর দফতরও।