শেষ আপডেট: 23rd January 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তাঁর 'মৃত্যু তারিখ' উল্লেখ করে মহা ফ্যাসাদে রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকাল থেকে যখন দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তখনই ঠিক ৯টা ৮ নাগাদ কংগ্রেস নেতা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে নেতাজির ছবির নীচে জন্ম এবং মৃত্যুর তারিখ, দুই-ই উল্লেখ করা রয়েছে।
সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকীতে লোকসভার বিরোধী দলনেতার পোস্টে দেখা যায় মৃত্যুদিন হিসেবে সেখানে লেখা রয়েছে ১৮ অগস্ট, ১৯৪৫। আসলে রাহুল হয়তো বোঝাতে চাইলেন তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল। শুধু এইবারই নয়, একই ধরনের ঘটনা তিনি এর আগেও একবার ঘটয়েছিলেন।
महान क्रांतिकारी, आज़ाद हिंद फौज के संस्थापक नेताजी सुभाष चंद्र बोस जी की जयंती पर उन्हें भावपूर्ण श्रद्धांजलि।
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2025
नेताजी का नेतृत्व, साहस, सामाजिक न्याय के लिए उनका संघर्ष, सहिष्णुता और समावेशिता के प्रति उनका योगदान आज भी हर भारतीय को प्रेरित करता है।
भारत माता के अमर सपूत को… pic.twitter.com/Fa2CTUu9BL
রাহুলের এহেন বিতর্কিত পোস্টে ২০১৯ সালে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, এবারও তার ব্যতিক্রম নেই। জোর চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। নেতাজির নিজের তৈরি দল ফরওয়ার্ড ব্লক রাহুলের এই পোস্টকে অপমানের চোখেই দেখছে। আক্রমণ করেছে 'অর্বাচীন' বলে।
সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি তৃণমূল-বিজেপিও। এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'লোকসভার বিরোধী দলনেতা নিজের পোস্টে যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করেছেন সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে শেষ যে কমিশন মত দিয়েছে, তাদের মতে ওই দিনটা নেতাজির মৃত্যুদিন নয়। তার পরেও বিরোধী দলনেতার মতো পদে বসে থাকা ব্যক্তি যে কাজ করলেন সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। গোটা দেশের কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত।'
অন্যদিকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ ইতিহাস ব্যাখ্যা করে জানিয়ে দেন, ১৯৪৫-এর ১৮ অগস্ট নেতাজির মৃত্যুদিন বলে দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়।
কংগ্রেসের অন্দরমহল অবশ্য এ ব্যাপারে আলাদা করে কিছু বলতে চায়নি। তবে এটুকু বোঝা যাচ্ছে, রাহুলের বারবার করা এই ধরনের বিতর্কিত পোস্ট প্রদেশ কংগ্রেসকে বেশ কিছুটা চাপেই ফেলছে।