শেষ আপডেট: 19th September 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। ক্ষমতায় ফেরার পর থেকে সেই প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে বাংলা।
ইতিমধ্যে মমতার দেখানো পথ অনুসরণ করেছে মহারাষ্ট্র, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্য। এবার সেই একই পথে হাঁটতে চলেছে হরিয়ানাও। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা ভোট রয়েছে। ভোটকে ঘিরে প্রকাশিত ইশতেহারে কংগ্রেস ও বিজেপি বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ঘোষণা করেছে।
হরিয়ানায় কংগ্রেস আগেই জানিয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে ১৮ থেকে ৬০ বছর বয়সি প্রতিটি মহিলাকে দু'হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এবার বিজেপির তরফে প্রকাশিত ইশতেহারে মহিলাদের প্রতি মাসে একুশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে যে প্রকল্পের নাম রাখা হয়েছে লাডো লক্ষ্মী যোজনা।
হরিয়ানার ভোটের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই বাংলার তৃণমূল নেতারা বলতে শুরু করেছেন, "কথাতেই আছে আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে। বাস্তবেও হল তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথই অনুসরণ করতে হচ্ছে বিজেপি, কংগ্রেসকে।"
অবশ্য হরিয়ানা প্রথম নয়, আগেও একাধিক রাজ্য বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকার লাডকি বাহিন যোজনা চালু করেছে। এই প্রকল্পে ২১ থেকে ৬৫ বছর বয়সি মহিলাদের, যাঁদের বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে তাঁদের প্রতিমাসে দেড় হাজার টাকা ভাতার ঘোষণা করে।
একইভাবে গত ফেব্রুয়ারি মাসে ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বিবাহিত মহিলাদের জন্য মহাতারি বন্দন যোজনা চালু করেছেন। একইভাবে মধ্যপ্রদেশে চালু হয়েছে লাডলি বেহনা যোজনা। বাংলার দেখানো পথ অনুসরণ করেছে আরও একাধিক রাজ্য। এবার সেই পথে হাঁটতে চলেছে হরিয়ানাও।