মোদীর ২৩ বছরের বিভিন্ন সময়ের স্মৃতিচিত্র।
শেষ আপডেট: 7th October 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: ৭ অক্টোবর, ২০০১ সালে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, সেইদিন অর্থাৎ ২৩ বছর আগের এই দিনটিতে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। অটলবিহারী বাজপেয়ি-লালকৃষ্ণ আদবানির হাতে ভারতে যে কমল ফুটে উঠেছিল, সেই গুজরাতের বুকে কমল ফুটিয়ে তুলেছিলেন সেই সময়ের ৫১ বছরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই কার্যকর্তা। গুজরাতের মুখ্যমন্ত্রীর গদি থেকে দেশের প্রধানমন্ত্রীর কুর্সি পর্যন্ত রাজনীতির কাঁটার মুকুট পরা এই মানুষটির প্রশাসনিক অলিগলিতে হেঁটেচলার বয়স হল ২৩ বছর।
বিজেপি এইদিনটিকে বিশেষভাবে পালন করছে। আরএসএস থেকে বিজেপিতে যোগ দেওয়া কট্টরপন্থী নেতাদের মুখ হিসেবে এককথায় বলা ভালো লালকৃষ্ণ আদবানি পন্থীদের মুখ হিসেবে গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন মোদী। একজন সাধারণ কর্মী থেকে তাঁর যাত্রা শুরু হয় শীর্ষ প্রশাসনিক পরিমণ্ডলে।
এক এক্সবার্তায় বিজেপির আইটি সেলের প্রধান এদিন সকালে লিখেছেন, দুদশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী মোদী প্রমাণ করেছেন তাঁর কাছে দেশ প্রথম। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে নবরূপে গড়ে তুলেছেন। একটি দিনও ছুটি নেননি।
মা ভারতী এবং ১৪০ কোটি ভারতীয়র জন্য তিনি নিষ্ঠাবান কর্মীর মতো এবং নেতৃত্বদানকারী নেতার মতো সেবা করে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জন ভাগীদারির মাধ্যমে প্রশাসনে সাধারণ মানুষের যোগদানকে একটি গণ আন্দোলনের পরিণত করেছেন। তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই প্রয়াস দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিয়েছেন।
গুজরাতের তিনবারের মুখ্যমন্ত্রী এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করেছেন মোদী। এই দুদশকের বেশি সময় ধরে তাঁর সরকার রাজ্য এবং কেন্দ্রে বেশ কিছু উন্নয়নমূলক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। ভাইব্রান্ট গুজরাতের সূচনা করে রাজ্যে কোটি কোটি বিদেশি মুদ্রা বিনিয়োগের দরজা খুলে দিয়েছিলেন।
তাঁর এই সাফল্যে দিনে মোদীর রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সঙ্গী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হিন্দিতে এক বার্তায় শাহ লিখেছেন, আজ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ২৩ বছরের সরকারি শীর্ষ নেতৃত্বের জীবন কাটিয়ে দিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে একজন মানুষ দেশ ও জাতির সেবায় তাঁর অমূল্য জীবন উৎসর্গ করে দিতে পারেন। মোদীজির সঙ্গে কাজ করতে পারায় আমি আজ নিজেকে সৌভাগ্যবান মনে করি। উল্লেখ্য, মোদীর জন্ম স্বাধীন ভারতে। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্ম নিয়েছেন।