শেষ আপডেট: 18th October 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি ৬৮ আসনে লড়াই করবে। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের শরিকদের জন্য ১৩টি কেন্দ্র ছেড়ে দিয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি তথা এনডিএ-র শরিক দলগুলির মধ্যে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু, সংযুক্ত জনতা দল বা জেডিইউ এবং প্রয়াত রামবিলাস পাসোয়ান গোষ্ঠীর লোক জনশক্তি পার্টি।
শুক্রবার রাঁচিতে আসন বণ্টনের কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হিমন্ত বিশ্ব শর্মা। এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা সর্বসম্মতভাবে ঠিক করেছি আজসু লড়াই করবে ১০টি আসনে। জেডিইউ লড়বে ২টি আসনে এবং এলজেপি একটি কেন্দ্রে প্রার্থী দেবে।
আজসু প্রধান সুদেশ মাহাত এবং অন্য দলের নেতারা ছাড়াও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান এবং রাজ্যের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে দু দফায় আগামী ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ হবে। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ২৩ নভেম্বর।
এদিকে, আসন সমঝোতা ঘোষণার দিনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আজসু নেতা উমাকান্ত রজক দলত্যাগ করলেন। বিজেপির সঙ্গে আজসুর আসন বণ্টন নিয়ে মতানৈক্যের জেরেই তিনি পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল উমাকান্ত দল ছেড়ে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগ দেবেন। জল্পনার সূত্রপাত, জেএমএমের একটি ভুয়ো প্রার্থী তালিকায় চন্দনকিয়ারি কেন্দ্র থেকে উমাকান্তের নাম প্রকাশ হওয়া থেকে।
এদিকে, এদিনই জেএমএম প্রধান হেমন্ত সোরেনের বাড়িতে শুক্রবারই বৈঠকে বসে ইন্ডিয়া জোট। সেখানে কংগ্রেস, আরজেডি এবং লিবারেশনের প্রতিনিধিরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে। অন্দরের খবর, জেএমএম সর্বাধিক আসনে লড়াই করবে। তারা অন্তত ৪৩টি আসনে লড়তে পারে। কংগ্রেস লড়বে ২৯টি কেন্দ্রে। আর আরজেডি ৫ এবং সিপিআই এমএল চারটি কেন্দ্রে প্রার্থী দিতে পারে।