শেষ আপডেট: 23rd October 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণসার হরিণ হত্যার ইস্যুতে এখনও ক্ষমা চাননি সলমন খান। তাঁকে ক্ষমা চাইতেই হবে। লরেন্স বিষ্ণোইয়ের পাশে দাঁড়িয়ে এমনই বলল বিষ্ণোই পরিবার। তাঁদের দাবি, বলিউড অভিনেতাকে কঠোর শাস্তি দিতেই হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিষ্ণোই পরিবারের এক সদস্য বলেন, সলমন খান তাঁদের ভাবাবেগের সঙ্গে খেলেছেন। ক্ষমা চাইতে হবেই তাঁকে।
সম্প্রতি সলমন খানকে ফের হত্যার ছক করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তাঁর বাড়ির সামনে গুলি চালিয়েছে তার দলের লোক। সেই ঘটনায় শোরগোল তো পড়েইছিল, তারই মধ্যে কয়েকদিন আগে নতুন করে ৫ কোটি টাকার দাবিও করা হয়েছে সলমনের থেকে। এও হুমকি দেওয়া হয়েছে, মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকিকে যেভাবে খুন করা হয়েছে, তার থেকেও খারাপ অবস্থা করা হবে সলমনের। এই পরিস্থিতির মধ্যেই মুখ খুলল লরেন্স বিষ্ণোইয়ের পরিবার।
রমেশ নামের বিষ্ণোই পরিবারের এক সদস্য স্পষ্ট করে বলেছেন, 'আমরা লরেন্সের সঙ্গে আছি। সলমন যেদিন কৃষ্ণসার হরিণ মেরেছিল সেদিন থেকে তাঁর বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভেবেছি আমরা। গোটা বিষ্ণোই জাতিকে অপমান করেছেন সলমন। বন্যপ্রাণীদের বাঁচাতে আমরা আগেও আত্মত্যাগ করেছি, আজও করব।' তিনি আরও বলেন, 'আমাদের পরিবারের ৩৬৩ জন সদস্য গাছ বাঁচাতে প্রাণ দিয়েছে। সলমন যেদিন হরিণ মেরেছেন তার পর থেকেই আমাদের রক্ত গরম।'
অভিনেতার বাবা সেলিম খানের দাবি ছিল, টাকার জন্য সলমনকে হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাং টাকা পেলেই চুপ করে যাবে। তবে বিষ্ণোই পরিবারের স্পষ্ট কথা, সলমন খান ব্ল্যাঙ্ক চেক এনে টাকা দিতে চেয়েছিলেন। টাকার প্রশ্ন হলে সেই চেকে সই করা হয়ে যেত। কিন্তু তেমনটা হয়নি। একই সঙ্গে, তারা এও বলেছেন, সলমনের ৫ বছরের জেল হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন। তবে লরেন্সের বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণই নেই।
সম্প্রতি জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খুন করতে পারলে ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা পুরস্কার ঘোষণা করেছে করণী সেনা। ক্ষত্রিয় করণী সেনা জানিয়েছে, যে পুলিশ অফিসার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টারে খতম করতে পারবেন তাঁকেই এক কোটি টাকা দেবে তারা। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। এমনকী তাঁর বিধায়ক পুত্র জিশান এবং বলি অভিনেতা সলমন খান লরেন্সের হিটলিস্টে আছেন বলে জানা গেছে।