শেষ আপডেট: 1st March 2024 08:09
দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সদ্য এসেছেন ভারতে। নানা রাজ্যে ঘুরে দেখছেন। ভারতে আসবেন, অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে না, এটাও তো হয় না। বৃহস্পতিবার রাতেই তাঁরা দু'জন বৈঠক করেছেন। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
ভারতে আসার পর ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য ইতিমধ্যে ঘুরেছেন বিল গেটস। তারপরই তিনি সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নারী সুরক্ষা থেকে সক্ষমতা, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়েও কথা বলেন দু'জন। সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারে পোস্ট দিয়েছেন মোদী এবং গেটস।
A wonderful meeting indeed! Always a delight to discuss sectors which will make our planet better and empower millions of people across the globe. @BillGates https://t.co/IKFM7lEMOX
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে প্রতিবারই ভাল লাগে। আমি অনুপ্রাণিত হই। ভারতের থেকে কীভাবে বিশ্ব শিক্ষা নেবে সেই বিষয়ে খুব ভাল আলোচনা হয়েছে।'' অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভীষণ ইতিবাচক বৈঠক হয়েছে। যারা বিশ্বকে আরও শক্তিশালী করতে পারে এবং কোটি কোটি মানুষকে দিশা দেখাতে পারে, তাঁদের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে আলোচনাই খুব গুরুত্বপূর্ণ।''
দেশে আসার পর ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উদ্বোধন করা মিশন শক্তি বাজার ঘুরে দেখেছেন বিল। ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করেন তিনি। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে লোকজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। বাসিন্দাদের ভাল-মন্দের খোঁজ খবর নেন তিনি।