শেষ আপডেট: 2nd October 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে নিজের মনে বাইক চালিয়ে যাচ্ছিলেন। কে-ই বা জানতো, এমন বিপদ নেমে আসবে। বিপদ আসছে দেখে পালিয়েও শেষরক্ষা হল না। গণ্ডারের আক্রমনে প্রাণ গেল বাইক আরোহী এক যুবকের। বন থেকে বন্যপ্রাণী পালিয়ে এদিক ওদিক ঘুরে বেরাচ্ছে, তা জেনেও হুঁশ নেই বনদফতরের। ফলে মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল আসামে।
ভয়াবহ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই থেকেই ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় নেটপাড়ায়। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে অসমের মরিগাঁও জেলায়। গণ্ডারের হামলায় মৃত যুবকের নাম সাদ্দাম হুসেন (৩৭)। তিনি কামরূপ জেলার বাসিন্দা।
সূত্রের খবর, বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাদ্দাম। বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মরিগাঁও জেলার পবিতোরায় সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় এই অঘটন ঘটে। হঠাৎই জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে আসে একটি গণ্ডার। তিনি কিছু বুঝে ওঠার আগেই অনেকটা কাছে চলে আসে সে।
তারপরে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দাঁড়িয়ে পরেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন সাদ্দাম। তখনই তাঁর উপর হঠাৎ চড়াও হয় প্রায় ৩ টন ওজনের গণ্ডারটি। ধাওয়া করতে থাকে। এর পর যুবকের নাগাল পেয়ে তাঁকে পিষে দেয়। থেঁতলে যায় সাদ্দামের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর পেতেই বনকর্মীরা এসে সাদ্দামের দেহ উদ্ধার করে জঙ্গল থেকে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, সংরক্ষিত বন থেকে গণ্ডারটি বেরিয়ে এসে এই হামলা চালায়। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছেন বনকর্মীরা।