শেষ আপডেট: 6th September 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: বিহারের মুজাফফরপুরের একটি সরকারি হাসপাতাল। ২০১৫ সালে কোটি কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক মানের হাসপাতাল তৈরি করেছিল বিহার সরকার। কিন্তু হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে কেটে গিয়েছে ১০ বছর। সেই হাসপাতালে আজও শুরু হয়নি চিকিৎসা।
হাসপাতাল উদ্বোধন তো হয়ইনি, উল্টে সেই হাসপাতালে এখন দুষ্কৃতীদের বাস। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা সেই হাসপাতালের চারদিক আগাছায় ভরে গিয়েছে। এমনকি হাসপাতালের ভিতরে কোনও চিকিৎসা সরঞ্জাম, বেড কিছুই নেই। জানলা, দরজাও চুরি হয়ে গিয়েছে। আশপাশে না আছে কোনও লোকালয়। তাই হয়তো আজও উদ্বোধন করা হয়নি সেই হাসপাতাল।
হাসপাতালটি তৈরি করতে খরচ হয়েছিল পাঁচ কোটি টাকা। ছয় একর জমির উপর গড়ে তোলা হয়েছিল হাসপাতালটিকে। কিন্তু ১০ বছর পরেও উদ্বোধন না হওয়ায় স্থানীয়দের ৫০ কিলোমিটার দূরে চিকিৎসা করাতে যেতে হয় বলে অভিযোগ।
স্বাস্থ্য দফতর হাসপাতালটির ব্যাপারে কোনও উদ্যোগই দেখায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে প্রশাসনিক আধিকারিকদের দাবি, সেই নির্দিষ্ট জায়গায় যে এমন একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি হয়েছে, তা নাকি তাঁরা জানেনই না।
স্থানীয়দের অভিযোগ, অত্যাধুনিক মানের একটি হাসপাতাল তৈরি করেও আজও সেটিকে প্রশাসন উদ্বোধন করেনি। এই গাফিলতির জন্য এখন এই হাসপাতাল দুষ্কৃতীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।