প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 September 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার করছিলেন। ভুয়ো ডাক্তারের হাতে মৃত্যু হল ১৫ বছরের বালকের। ঘটনাটি বিহারের পটনার।
কৃষ্ণকুমার নামে ওই বালকের বারবার বমি করায় তাকে গণপতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি হওয়ার পরে বমি কমেও যায়। সেই সময়ে অজিত কুমার পুরি নামে এক ডাক্তার এসে জানায়, দ্রুত গলব্লাডারে অস্ত্রোপচার প্রয়োজন।
পরিবারের সম্মতির অপেক্ষা না করে অস্ত্রোপচার শুরুও করে দেওয়া হয়। কীভাবে অস্ত্রোপচার করতে হবে জানা না থাকায় ইউটিউবের শরণাপন্ন হন ওই ভুয়ো ডাক্তার। এর পরেই কৃষ্ণকুমারের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
বেগতিক দেখে ভুয়ো ডাক্তার দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাকে পটনার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই মৃত্যু হয় ওই বালকের।
পরিবারের অভিযোগ, তখন ওই ডাক্তার কিশোরের দেহটি হাসপাতালের সিঁড়িতে নামিয়ে রেখে পালিয়ে যান। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।
বালকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি গণপতি সেবাসদনের অন্য কর্মীদেরও খোঁজ চালানো হতে থাকে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।