Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি
Bihar

ইউটিউব দেখে অপারেশন, মৃত্যু ১৫ বছরের বালকের

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

ইউটিউব দেখে অপারেশন, মৃত্যু ১৫ বছরের বালকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 September 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার করছিলেন। ভুয়ো ডাক্তারের হাতে মৃত্যু হল ১৫ বছরের বালকের। ঘটনাটি বিহারের পটনার। 

কৃষ্ণকুমার নামে ওই বালকের বারবার বমি করায় তাকে গণপতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি হওয়ার পরে বমি কমেও যায়। সেই সময়ে অজিত কুমার পুরি নামে এক ডাক্তার এসে জানায়, দ্রুত গলব্লাডারে অস্ত্রোপচার প্রয়োজন। 

পরিবারের সম্মতির অপেক্ষা না করে অস্ত্রোপচার শুরুও করে দেওয়া হয়। কীভাবে অস্ত্রোপচার করতে হবে জানা না থাকায় ইউটিউবের শরণাপন্ন হন ওই ভুয়ো ডাক্তার। এর পরেই কৃষ্ণকুমারের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।

বেগতিক দেখে ভুয়ো ডাক্তার দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাকে পটনার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই মৃত্যু হয় ওই বালকের। 

পরিবারের অভিযোগ, তখন ওই ডাক্তার কিশোরের দেহটি হাসপাতালের সিঁড়িতে নামিয়ে রেখে পালিয়ে যান। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। 

বালকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি গণপতি সেবাসদনের অন্য কর্মীদেরও খোঁজ চালানো হতে থাকে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।


ভিডিও স্টোরি