ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের।
শেষ আপডেট: 14th February 2025 08:49
অভিযোগকারী ছাত্রী জানিয়েছেন, ওই শিক্ষক তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য মহাভারতের একলব্যের উদাহরণ টানেন। শিক্ষক দাবি করেন, একলব্য শিক্ষক দ্রোণাচার্যের জন্য নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে দিয়েছিল, তাহলে ওই ছাত্রী কেন তাঁর জন্য 'এতটুকু' করতে পারবে না?
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রীটি স্কুলের অন্য শিক্ষকদের বিষয়টি জানান এবং শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে স্কুলের প্রধান শিক্ষক শফিক আহমেদ জেলা শিক্ষা দফতরকেও বিষয়টি জানান। কিন্তু প্রশাসন কোনও কঠোর ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। কেবল ওই শিক্ষকের কাছে একটি শোকজ লেটার পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তিনি কোনও উত্তর দেননি।
অভিযোগ উঠেছে, এত বড় অভিযোগ ওঠার পরেও ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়নি। উল্টে তিনি কিষানগঞ্জের একটি বেসরকারি স্কুলে মাধ্যমিক পরীক্ষার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর পর গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গতকাল তাঁরা স্কুলের সামনে ধরনাতেও বসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই নিয়ে জেলা প্রশাসক বলেন, 'আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'