বিহারের মন্ত্রী তথা গয়ার বিধায়ক প্রেম কুমার জানিয়েছেন, "দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন করার পরিকল্পনা ছিল। শহরবাসীদের ভাবাবেগকে আঘাত না করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।"
নাম বদল গয়ার (ছবি-গুগল)
শেষ আপডেট: 17 May 2025 06:49
দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাচীন শহর এবং অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র গয়া। এই শহরের ঐতিহাসিক গুরুত্বও কম নয়। এবার তারই নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Bihar Government)। শুক্রবারই মন্ত্রিসভায় অনুমোদন মিলেছে। গয়ার (Gaya) নতুন নাম কী দেওয়া হল।
শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়ছে, গয়ার নতুন নাম হল 'গয়া জি' (Gaya Ji)। বিহারের মন্ত্রী তথা গয়ার বিধায়ক প্রেম কুমার জানিয়েছেন, "দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন করার পরিকল্পনা ছিল। শহরবাসীদের ভাবাবেগকে আঘাত না করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।"
বিহারের (Bihar) অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, "এই শহরের পৌরাণিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে প্রাধান্য দিয়েই গয়ার নাম বদলে 'গয়া জি' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
গয়া হল হিন্দু ও বৌদ্ধদের তীর্থক্ষেত্র। গয়া থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে রয়েছে বুদ্ধগয়া (Bodh Gaya)। সেখানেই বোধি বৃক্ষের নিচে জ্ঞানলাভ করেছিলেন গৌতম বুদ্ধ। অন্যদিকে, বিষ্ণুপদ মন্দিরও আছে গয়ায়। এই মন্দিরের আবাসস্থল ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত। এখানে বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে বলেও দাবি করা হয়।
রামায়ণ (Ramayana) ও মহাভারতেও (Mahabharat) বিহারের দ্বিতীয় বৃহত্তম শহর গয়ার উল্লেখ আছে। রামায়ণে উল্লেখ রয়েছে, রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে গয়ায় দশরথের পিণ্ডদান করতে এসেছিলেন। মহাভারতে গয়াকে 'গয়াপুরী' নামে উল্লেখ করা হয়েছে।
হিন্দুপুরাণ মতে, 'বায়ুপুরাণ' থেকে গয়া (Gaya) নামটির উৎপত্তি হয়েছে। গয়াসুর নিজের শরীরকে দেবতাদের মতো পবিত্র করতে এখানেই তপস্যা করেছিলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বর দেন, গয়াসুরকে দর্শন করলেই স্বর্গে যাওয়া যাবে। ফলে পাপ-অন্যায় করলেও গয়াসুরের দর্শনে স্বর্গে যেতে বাধা থাকে না। ভির বাড়তে থাকে স্বর্গে। অবশেষে বিষ্ণুর কৌশলে সমস্যার সমাধান হয়। গয়াসুর ইচ্ছে প্রকাশ করেন, তাঁর দেহের উপর তৈরি ভূমিতে পিণ্ডদান করলে যেন স্বর্গে যেতে পারেন। বিষ্ণু ইচ্ছেপূরণ করেন। গয়াসুর মাটিতে শুয়ে পড়লে তাঁর উপর পবিত্রভূমি তৈরি হয়, যার নাম দেওয়া হয় গয়া।
প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ও পর্যটক গয়ায় আসেন। আত্মার শান্তি কামনা করে পিণ্ডদান করা হয়। পর্যটকদের গয়া হয়েই বুদ্ধগয়া যেতে হয়।