শেষ আপডেট: 31st January 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে উঠতে পারেননি পরিবার-সহ। রেলের কাছে ৫০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দাবি করলেন যুবক। রীতিমতো নোটিস পাঠিয়ে এই ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ঠিক কী হয়েছিল?
বিহারের জনক কিশোর ঝাঁ। মহাকুম্ভে পরিবারের সঙ্গে যাবেন বলে টিকিট কেটেছিলেন স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে। টিকিট ছিল ২৬ জানুয়ারির। স্টেশনে ঠিক সময় পৌঁছে গিয়েও ট্রেনে উঠতে পারেননি তিনি। ট্রেন মিস করেন তাঁর পরিবারের লোকজনও। অভিযোগ, ভিতর থেকে দরজা আটকানো থাকায় তাঁরা কেউই ট্রেনে উঠতে পারেননি ওইদিন।
এই নিয়ে জনক কিশোর ওরফে রাজনের বক্তব্য ট্রেন দাঁড়ানোর পর তিনি পরিবার যখন উঠতে পারেননি। রেল পুলিশের সাহায্য চেয়েছিলেন। কিন্তু কেউ উপস্থিতই ছিল না এলাকায়। সাহায্য করার চেষ্টাই করেনি।
এই অভিযোগের ভিত্তিতেই তিনি রেলের চিফ এগজিকিউটিভ অফিসারের কাছে চিঠি লেখেন। টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। সঙ্গে ১৫ দিনের সুদও চেয়ে নেন। এছাড়াও ৫০ লক্ষ টাকা দাবি করেন ক্ষতিপূরণ হিসেবে। এই সমস্ত কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
এই দাবির পিছনে যুবকের যুক্তি, ট্রেনের ব্যর্থতার জন্য তাঁদের মহাকুম্ভে যাওয়া হয়নি। ১৪৪ বছরে একবার তাঁরা ওই মেলায় যেতা পারতেন কিন্তু শুধুমাত্র রেলের জন্য এই সুযোগ হাতছাড়া হয়েছে। আর্থিক ক্ষতির পাশাপাশি আবেগেও আঘাত লেগেছে। তাই ক্ষতিপূরণ দিতে হবে।
পুলিশ জানিয়েছে, এক্ষেত্রে সময়সীমা হিসেবে ১৫ দিন বেঁধে দিয়েছেন যুবক। এই ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে রেলকে।