শেষ আপডেট: 13th April 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ঝামেলার জের! নাবালক সন্তানদের সামনেই স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিহারের মুজাফ্ফরপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করে অভিযুক্ত।
জানা গেছে, অভিযুক্তের নাম মহম্মদ কলিমুল্লা আলিয়াস মুন্না। শুক্রবার বিকেলে দ্বিতীয়পক্ষের স্ত্রী মেহেরুন্নিসার সঙ্গে অশান্তি বেধে যায় তাঁর। অভিযোগ, এক সময় মেজাজ হারিয়ে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে মুন্না। ঘটনাস্থলেই রক্তাক্ত মেহরুন্নিসা মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। সেই সময় বাড়িতে উপস্থিত ছিল মুন্না ও মেহেরুন্নিসার নাবালক দুই সন্তান সমীর এবং সলমান। চোখের সামনে বাবার হাতে মা'কে খুন হতে দেখে তাঁরা। কাঁদতে কাঁদতে প্রতিবেশীদের সাহায্যও চায়। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মতিপুর থানার ঝিঙ্গা গ্রামে। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। সেখানেই দেখা যায়, অভিযুক্ত এতটাই রেগে ছিল যে স্ত্রীর মৃত্যুর পরেও তাঁকে মারধর করতে থাকেন।
পুলিশ জানিয়েছে, কলিমুল্লাহ তার এক ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য মেহেরুন্নিসাকে তার মামার বাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে আনার কিছুক্ষণ পরেই অঘটন ঘটে যায়।
পুলিশ সবাইকে ভিডিও না ছড়ানোর পরামর্শ দিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক কলিমুল্লাহ। মতিপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।