শেষ আপডেট: 12th March 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধান পরিষদের (Bihar legislative council) অধিবেশনে বুধবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী বারড়ি দেবীর (Rabri Devi) একটি মন্তব্য ঘিরে তুমুল গোলমাল হয়। অধিবেশনের বিবাদ আলোচনা কক্ষের বাইরে চলে আসে। রেশ গিয়ে পড়ে বিধানসভাতেই। লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল এবং বিজেপি ও সহযোগী দলগুলির বিধায়করা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেন।
হট্টগোলের মাঝে সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন লালুপ্রসাদ (Laloo Prasad) ও রাবড়ি দেবীর মেজো ছেলে তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) । মায়ের পক্ষ নিয়ে তেজস্বী বলেন, মুখ্যমন্ত্রী জানেন না একজন বিরোধী নেত্রীকে কীভাবে সম্মান করতে হয়। তিনি কথায় কথায় রাজ্যের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করেন। পাল্টা নীতীশ বলেন, বিরোধী নেত্রী অসভ্যতার মাত্রা ছাড়িয়েছেন। তাঁর এই টুকু বোধ নেই কার সম্পর্কে বলছেন এবং কী বলছেন।
দেশের যে সাতটি রাজ্যে বিধানসভার মতো বিধান পরিষদও আছে, বিহার অন্যতম। বুধবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাজেট সংক্রান্ত আলোচনায় বিরোধী নেত্রী রাবড়ির প্রশ্নের জবাব দিতে গিয়েছিলেন। নীতীশ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যখন সরকার চালাতেন তখন মেয়েদের রাজ্যের এমন অবস্থা ছিল যে মহিলারা শাড়ি পর্যন্ত পরত না।
জবাবে রাবড়ি দেবী বলেন, আপনার বোধ বুদ্ধি হারিয়েছে। কারণ আপনি ভাং (Bhang-is an edible preparation made from leaves of cannabis plant) খেয়ে নেশাগ্রস্ত হয়ে সভায় এসেছেন। কথায় কথায় মহিলাদের সম্পর্কে সীমাহীন, নজিরবিহীন আপত্তিজনক মন্তব্য করা আপনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
ভাং হল গাঁজা থেকে তৈরি এক ভেষজ বস্তু যা পানীয় মিশিয়ে পান করা হয়। শিবরাত্রি ও দোলের সময় এর ব্যবহার বেশি। উৎসবে এই পানীয় নারী-পুরুষ-সহ সপরিবারে পান করার রীতি আছে। এ থেকে নেশা দীর্ঘস্থায়ী হয়। বিহারে এই নেশার প্রচলন বেশি।
নীতীশকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেশাগ্রস্ত বলার কারণ তাঁর গত বছরের একটি মন্তব্য যা নিয়ে বারে বারে বিরোধীরা সমালোচনায় সরব হয়। বুধবারও রাবড়ি সেই পুরনো প্রসঙ্গ উত্থাপন করেন। গত বছর বিধানসভায় মুখ্যমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় মহিলাদের উদ্দেশে বলেন, রাতে স্বামীরা ভালবাসতে চাইলে মুখের উপর বলে দিন আর সন্তানের মা হতে চান না।
নীতীশের ওই মন্তব্য শাসক পক্ষকেও অস্বস্তিতে ফেলে। অত খোলামেলা কথা বিধানসভায় মহিলাদের উদ্দেশে বলা যায় কিনা সে প্রশ্ন তোলেন অনেকে। পরে বিধানসভার স্পিকার সভার কার্যবিবরণী থেকে কথাগুলি বাদ দিয়ে দেন।
বুধবার সভায় শোরগোল শুরু হয় মুখ্যমন্ত্রীর এই কথায়। তিনি বলেন বসেন, ২০০৫ সালে তিনি পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিহারে মহিলারা কাপড় পরতেন না।
রাবড়ি দাবী করেন, মুখ্যমন্ত্রী সুস্থ নন। তিনি শেখানো কথা বলেন ইদানীং। বিজেপি ও জেডিইউ-এর পাঁচ নেতার নাম করে বিরোধী দলনেত্রী বলেন, এঁরা যা কানে কানে বলে দেন, সেটাই নীতীশ কুমার বলেন। তিনি মানসিকভাবে অসুস্থ।