শেষ আপডেট: 17th March 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত বিহারের কিশোরী খুশবু কুমারী। কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে কলা বিভাগে ভর্তি হতে হয় তাকে। খুশবুর মতো এমন কত ছাত্রীরই না স্বপ্ন ভঙ্গ হয় এদেশে। তবে খুশবুর ঘটনাটি তাদের থেকে আলাদা।
কীভাবে? খুশবু তার কষ্টের কথা সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তাতেই বাজিমাত। ওই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। তিনি নিজে খুশবুকে ফোন করে আশ্বস্ত করেন যে, সে তার ইচ্ছামতো বিজ্ঞান বিভাগে পড়তে পারবে।
বিহারের দানাপুরের বাসিন্দা খুশবু। মাধ্যমিকে ভাল ফল করেও সে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পায়নি। তার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, আর্টস নিয়েই পড়তে হবে মেয়েকে।
এই নিয়ে একটি ভিডিও করে সে কাঁদতে কাঁদতে বলে, তার পরিবারে এখনও ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়। সে বলে, ‘ভাইয়ের পড়াশোনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু মেয়েদের নেই। মা বলেছিলেন, যদি ৪০০-এর বেশি নম্বর পাই, তাহলে বিজ্ঞান নিয়ে পড়তে পারব। আমি ৩৯৯ পেয়েছি, তাই কলা বিভাগে পড়তে হচ্ছে।’
খুশবুর কথাগুলো হাজারো মানুষের হৃদয়ে নাড়া দেয়। তাই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ভিডিও দেখে পাটনার জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুশবুর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি তাকে চিন্তা না করতে বলেন এবং আশ্বাস দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের শিক্ষামন্ত্রী খুশবুর পড়াশোনার ব্যবস্থা করবেন। এমনকি তিনি খুশবুকে ‘আমার সন্তান’ বলেও সম্বোধন করেন।
এরপর জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষে খুশবু বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তাই বলা যায়, সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও-ই বদলে দিল খুশবুর জীবন।