শেষ আপডেট: 13th November 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: বারবার পাল্টি খেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কেমিস্ট্রিই আলাদা। অসময়ে একটু কম থাকলেও সুসময়ে সবসময় সঙ্গে থেকেছেন। এবার একেবারে পায়ে পড়ে গেলেন! এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
বিহারের দারভাঙায় বুধবার এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। স্টেজে উঠেই প্রধানমন্ত্রীর দিকে হাত জোর করে হনহন করে এগিয়ে যাচ্ছেন নীতীশ। গিয়েই পা ছোঁয়ার চেষ্টা। শেষমেশ প্রধানমন্ত্রী হাত ধরে বাধা দিতে সম্বিত ফেরে ৭৩ বছর বয়সি জেডিইউ প্রধানের।
তবে মোদী কিছু পাল্টা দেবেন না এটা হয় নাকি! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দলীয় কর্মীরা প্রধানমন্ত্রীকে মালা পরাতে গেলে প্রধানমন্ত্রী নীতীশের হাত টানছেন। বিষয়টি দেখে নিজেই নতজানু হয়ে যান বিহারের মুখ্যমন্ত্রী। তবে ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইতিমধ্যে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
दरभंगा एम्स के शिलान्यास सामरोह के दौरान बिहार के मुख्यमंत्री नीतीश कुमार अपना संबोधन खत्म करकर वापस अपनी जगह जाने के दौरान प्रधानमंत्री नरेन्द्र मोदी का पैर छूने लगे.लेकिन मोदी ने तुरंत पैर छूने से रोक दिया. pic.twitter.com/UZWNmMcLJh
— Dheeraj Singh (@dheeraj_journo) November 13, 2024
বুধবার যখন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওয়েনাড-সহ দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচন চলছে, তখনই বিহারে পৌঁছে গেছেন তিনি। এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার খরচ করবে ১২ হাজার ১০০ কোটি টাকা। এদিন বিহারেও চার কেন্দ্রে উপনির্বাচন হয়।
অনুষ্ঠানে জেডিইউ প্রধানের প্রশংসা করে মোদী বলেন, ‘বিহারকে জঙ্গলরাজ থেকে একাই বের করে এনেছেন নীতীশ। বিহারকে মডেল তৈরি করেছেন। স্বাস্থ্য ব্যবস্থারও প্রভূত উন্নতি হয়েছে।’
তবে নীতীশের মোদী ভক্তি এই প্রথম নয়, এর আগেও জুন মাসে সংসদ ভবনের সেন্ট্রাল হলে সবার সামনে প্রধানমন্ত্রীর পা ছোঁয়ার চেষ্টা করেছিলেন। গত এপ্রিলে বিহারের নওয়াদায় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রনাম করেন তিনি। ফের দেখা গেল সেই ছবি। তবে এবার রিটার্ন গিফট দিলেন মোদীও। পরম স্নেহে কাছে ডাকলেন সাধের নীতীশকে।