Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Ahmedabad Plane Crash

এখনই 'গ্রাউন্ডিং' নয়, বিমান বিপর্যয়ের পর বোয়িং-এর সুরক্ষায় আরও জোর দিতে নির্দেশ ডিজিসিএ-র

বহুদিন আগে থেকেই এই মডেলের বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন।

এখনই 'গ্রাউন্ডিং' নয়, বিমান বিপর্যয়ের পর বোয়িং-এর সুরক্ষায় আরও জোর দিতে নির্দেশ ডিজিসিএ-র

ফাইল ছবি

শেষ আপডেট: 13 June 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর মনে করা হয়েছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের (Boeing Dreamliner) সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বসিয়ে দেওয়ার ভাবনা নেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপাতত তেমনটা হচ্ছে না। এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ (DGCA)।

বহুদিন আগে থেকেই এই মডেলের বিমানগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বিমানের সুরক্ষা আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন। তারপর আমদাবাদের এই ঘটনা তো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতেই মনে করা হয়েছিল যে, কেন্দ্র হয়তো বোয়িং ড্রিমলাইনের উড়ান আপাতত স্থগিত করে দেবে। কিন্তু চটজলদি এমন সিদ্ধান্ত নিতে রাজি নয় ডিজিসিএ। বরং তাঁদের লক্ষ্য, সুরক্ষায় আরও বেশি করে জোর দেওয়া (Safety Check)।

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানগুলির সুরক্ষায় আরও নজর দিতে হবে। আপোষহীনভাবে সুরক্ষা সংক্রান্ত চেকিং করতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই বিমানকে 'গ্রাউন্ড' করার ভাবনা এখনই নেওয়া হচ্ছে না। এয়ার ইন্ডিয়া সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ফিউল প্যারামিটার থেকে শুরু করে সিস্টেম, সবকিছুর সুরক্ষায় জোর দিতে হবে।

বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে নতুন নির্দেশ অনুসারে কাজ করতে হবে বিমান সংস্থাকে। ভারত থেকে এই বিমানের উড়ানের ঠিক আগে শেষবারের মতো 'ওয়ান টাইম চেক' বাধ্যতামূলক। জ্বালানি, কেবিন এয়ার কম্প্রেসর, ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, টেক-অফ প্যারামিটার... সবকিছু খতিয়ে দেখতে হবে।

তথ্য বলছে, বিমান তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি ৭৮৭ মডেলের বিমান বিক্রি করেছে বোয়িং। বর্তমানে এয়ার ইন্ডিয়ার কাছে এই মডেলের ৪৭টি বিমান রয়েছে। এদিকে এও জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে। যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনও খামতি বা গাফিলতি পাওয়া যায়, তবে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।


ভিডিও স্টোরি