ভাবিকা মঙ্গলানন্দন।
শেষ আপডেট: 28th September 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় চলতি বাংলায় বলে, 'ধুয়ে দেওয়া'। তাও আবার যেখানে সেখানে নয়, খাস রাষ্ট্রসংঘের মঞ্চে! সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কার্যত স্কুলে পাঠালেন ভারতীয় কূটনীতিক ভাবিকা মঙ্গলানন্দন। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকার ঝোড়ো ইনিংস আজ রীতিমতো ভাইরাল। পাকিস্তানকে 'জঙ্গিপনা, কালো টাকা ও মাদক পাচারের স্বর্গরাজ্য' বলে উল্লেখ করে তিনি শরিফের মুখের ওপর বলেন, 'ভণ্ডামি করবেন না!'
আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে গলা তুলে ন্যায়-অন্যায়ের শিক্ষা দেওয়া এই সাহসিনীকে চেনেন কি?
ভারতীয় কূটনীতিক ভাবিকা মঙ্গলানন্দন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলানন্দন বর্তমানে জাতিসঙ্ঘে ভারতের প্রথম কমিটিতে আছেন। অস্ত্রবিরোধিতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করেন তিনি, সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তার প্রথম সচিব পদে রয়েছেন।
তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলছে, ২০১১ সালে মঙ্গলানন্দন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), দিল্লি থেকে স্নাতক হন। এর পরে স্নাইডার ইলেকট্রিক এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসে সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার মার্কেটিং-এ সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বরাবরের মতো কাশ্মীর নিয়ে সরব হয় পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর কুড়ি মিনিটের ভাষণে, কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনে ইজরায়েলের হামলার সঙ্গে তুলনা করে বসেন।
তখনই ভাবিকা মঙ্গলানন্দন শরিফকে রীতিমতো ধমকে দেন। পাকিস্তান কাশ্মীর নিয়ে মন্তব্য করার নৈতিক অধিকার হারিয়েছে দাবি করে তিনি বলেন, পাকিস্তান হল সেই দেশ যারা গোটা বিশ্বের ত্রাস ওসাবা বিন লাদেনকে বছরের পর বছর আশ্রয় দিয়েছিল।
পাশাপাশি মঙ্গলানন্দন বলেন, ১৯৭১-এ পাকিস্তান যেভাবে দেশের পূর্বপ্রান্তে সংখ্যালঘুদের নিকেশ করার চেষ্টা করেছিল এখনও তা করে চলেছে। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে আজও। এমন একটি দেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতের দিকে আঙুল তোলেন কোন সাহসে!