শেষ আপডেট: 14th February 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত কৃষি বিজ্ঞানী ভারতরত্ন এমএস স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন মনে করেন, আন্দোলনরত কৃষকদের দাবিদাওয়াগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের সমর্থনে মধুরা বলেছেন, ‘খবর পাচ্ছি কৃষকদের দিল্লি আসা আটকে দিতে রাস্তায় ব্যরিকেড বসানো হয়েছে। অস্থায়ী জেল তৈরি করা হয়েছে রাস্তার ধারে।’ তাঁর প্রশ্ন, ‘কৃষকেরা অন্নদাতা, তাঁরা অপরাধী নন। তাঁদের আটকাতে কেন এমন পদক্ষেপ করা হবে।’
গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করেছেন। গত বছর প্রয়াত হয়েছেন জগৎ বিখ্যাত এই কৃষি বিজ্ঞানী যাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে।
কৃষকদের দিল্লি অভিযানে বারে বারে আলোচনায় আসছে এই প্রয়াত বিজ্ঞানীর নাম। কৃষকদের অনেকের হাতেই আছে স্বামীনাথনের ছবি সাঁটা প্ল্যাকার্ড। দিল্লির একটি অনুষ্ঠানে এই বিজ্ঞানীর কন্যা বলেছেন, এমএস স্বামীনাথনকে উপযুক্ত সম্মান জানাতে হলে সবচেয়ে আগে কৃষকদের দাবিদাওয়াগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।
প্রসঙ্গত, এই দফায় কৃষকদের প্রধান দাবি সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে আইন তৈরি করুক সরকার। প্রয়াত স্বামীনাথনের নেতৃত্বে গঠিত কৃষি কমিশন এই ব্যাপারে ফর্মুলা তৈরি করে দিয়েছে অনেক আগেই। স্বামীনাথন কমিশনের সুপারিশ হল, ফসলের মোট উৎপাদন খরচের অন্তত পাঁচগুণ ন্যূনতম সহায়ক বা বিক্রয় মূল্য হিসাবে ধরতে হবে।
ভারত সরকারের বক্তব্য, এই ব্যাপারে দীর্ঘ আলাপ-আলোচনা প্রয়োজন। অন্যদিকে, কৃষক সংগঠনগুলির বক্তব্য, সরকার আলোচনার কথা বলে দাবিদাওয়াকে উপেক্ষা করছে। এক বছর আগে প্রাক্তন কৃষি সচিবকে মাথায় রেখে কমিটি করা হয়েছিল ন্যূনতম সহায়ক মূল নির্ধারণে। এখনও কমিটি রিপোর্ট দেয়নি। কৃষক সংগঠনগুলির বক্তব্য, আমরা আর কতদিন অপেক্ষা করব? তাদের দাবির সঙ্গে গলা মেলালেন স্বামীনাথন কন্যাও।