শেষ আপডেট: 21st September 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে একটি বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার মহিলার ৩০ টুকরো দেহ। শহরে তিনি একা থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকা থেকে শনিবার ওই টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মহিলার মৃত্যু হয়েছে অন্তত ১৫ দিন আগে। একটি ১৬৫ লিটারের ফ্রিজে রাখা হয়েছিল টুকরোগুলি।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম মহালক্ষ্মী। বয়স আনুমানিক ২৫-৩০। তাঁর স্বামী হেমন্ত দাস। স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে কোনও তথ্য এখনও পায়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা।
বেঙ্গালুরুতে একাই থাকতেন মহিলা। বাড়ি থেকে পচা গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে শনিবার ওই ৩০ টুকরো দেহ উদ্ধার করে।
এই ঘটনা উসকে দিল দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের স্মৃতি। প্রেমিকার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখেছিল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা। লিভ-ইন সঙ্গীকে খুনের পর ঠান্ডা মাথায় প্রমাণ লোপাট করেছিল সে। তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পেরেছিল, দিল্লির বিভিন্ন জায়গায় ৩৫ টুকরো দেহ ছড়িয়ে দিয়েছিল আফতাব। জেরা করে পুলিশ জানতে পারে, অপরাধমূলক সিরিজ 'ডেক্সটার' দেখত সে। সেখান থেকেই এই খুনের ছক মাথায় আসে তার।