শেষ আপডেট: 29th October 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: পাথরের ফাঁকে আটকে থাকার সময় হয়তো ড্যানি বয়েলের '১২৭ আওয়ার্স' ছবির কথা মনে পড়ছিল ১৯ বছরের তরুণীর। নিজেকে জেমস ফ্র্যাঙ্কোর মতোই যেন মনে হচ্ছিল। কিন্তু তাঁর ভাগ্যে এতটাও করুণ পরিণতি লেখা ছিল না। তাই ২২ ঘণ্টার মধ্যেই হাঁফ ছেড়ে বাঁচতে পেরেছেন তিনি।
রবিবার দুপুরে কর্ণাটকের তুমাকুরুতে বন্ধুর সঙ্গে ঝর্না দেখতে গেছিলেন হামসা গৌড়া নামের এই তরুণী। সেখানেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। পা পিছলে দুই পাথরের ফাঁকে পড়ে যান তিনি। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা করার পরও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পাথরের খাঁজে বুক পর্যন্ত জলেই আটকে ছিলেন হামসা। সারারাত ধরে সেখানেই দাঁড়িয়েছিলেন তিনি।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর থেকেই হামসাকে উদ্ধার করতে অভিযান শুরু হয়। স্থানীয় পুলিশ থেকে শুরু করে দমকল বাহিনী এমনকী স্থানীয় বাসিন্দারাও সেই কাজে হাত লাগান। সবশেষে প্রায় ২২ ঘণ্টা পর তাঁরা পাথরের খাঁজ থেকে উদ্ধার করতে সক্ষম হন হামসাকে। এর মাঝে অবশ্য রাতের অন্ধকারে আলোর অভাবে কাজ করা যায়নি। সেই সময়ে ওই একইভাবে অন্ধকারের মধ্যেই থাকতে হয়েছিল তরুণীকে।
তুমাকুরুর জেলা দমকল আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২২ ঘণ্টারও বেশি সময় ধরে জলের মধ্যে থাকার কারণে হামসার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গেছে। এছাড়া শরীরে একাধিক আঘাতও পেয়েছেন তিনি। তবে কোনও চোটই গুরুতর নয় এবং আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। হামসা নিজে জানিয়েছেন, ঝর্না দেখতে গিয়ে হঠাৎ তাঁর পা হড়কে যায়। প্রাথমিকভাবে তাঁর চোখে-মুখে শুধুই অন্ধকার ছিল। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে কী ঘটেছে।