শেষ আপডেট: 24th April 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তার মধ্যেই এক বিরল ঘটনা ঘটতে চলেছে। আজ বেলা ১২টার পর থেকে ছায়াহীন হবে বেঙ্গালুরু। রাস্তায় পথচলতি মানুষের ছায়া থাকবে না। গাড়িঘোড়া হবে ছায়াহীন। বেঙ্গালুরুতে আজ বেলা ১২টা ১৭ মিনিট থেকে বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে।
গতবছর জুন মাসে কলকাতাতেও এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছেন মানুষজন। এক কথায় বলতে গেলে, যেদিন কয়েক মুহূর্তের জন্য কোনও কিছুর ছায়া দেখা যায় না, তাকেই ছায়াহীন দিবস বলা হয়। আবারও এমন ঘটনা ঘটতে চলেছে আজ। বেঙ্গালুরুতে ‘জিরো শ্যাডো ডে’ (Zero Shadow Day) থাকবে আজ দুপুরের পর থেকে।
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (ASI) গণনা অনুসারে, কয়েক মিনিটের জন্য সূর্য কোনও কিছুর উপর ছায়া ফেলে না। এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে বছরে দু’বার ঘটে। এই সময়ে সূর্য মাথার ঠিক উপরে তার সর্বোচ্চ বিন্দুতে থাকে। কিন্তু তাতেও কোনও ছায়ার সৃষ্টি হয় না।
কোনও অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা নয়, পুরোটাই বিজ্ঞান। ভূ-বিজ্ঞানের নিয়ম অনুসারে পুরোপুরি মহাজাগতিক এক ঘটনা। বিজ্ঞানের সূত্র দিয়েই যার ব্যাখ্যা মেলে। সূর্য মাথার ওপরে থাকবে অথচ ছায়া পড়বে না, এমন দিন বছরে দুবারই আসে।
সূর্য ও পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে। বছরে দুবার উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই ঘটনা ঘটে। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ণ (২২ ডিসেম্বর থেকে ২১ জুন) ও দক্ষিণায়নের (২১ জুন থেকে ২২ ডিসেম্বর)সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায়।
পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকলে সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়বে। ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে দেখা যাবে, পাশে পড়বে না। মনে হবে কোনও ছায়াই নেই। এটি সর্বদা কর্কট এবং মকর রাশির মধ্যবর্তী অঞ্চলে দেখা যায়। বেঙ্গালুরুও এমনই একটি এলাকায় মধ্যে পড়ে। যদিও বাস্তবে এই ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ড বা তার কম সময় নেয়, তবে এর প্রভাব এক থেকে দেড় মিনিট স্থায়ী হতে পারে। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তখন মাটির সঙ্গে ৯০ ডিগ্রিতে থাকা কোনও বস্তুর ছায়া দেখা যায় না। আর সেই কারণেই একে বলা হয় ছায়াহীন অবস্থা।