শেষ আপডেট: 16th April 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবনে সুস্থ করেছেন বহু রোগীকে। এবার নিজের জন্য ভাবার সময়। ৫০ তম জন্মদিন এগিয়ে আসতেই কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর চিকিৎসক (Bengaluru doctor is going to take a career break)। নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ডা: কৃষ্ণমূর্তি। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পরিবার থেকে শুরু করে বন্ধুরাও।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা: কৃষ্ণমূর্তি দীর্ঘ সময় ধরেই বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'আমার পরবর্তী কর্মসূচি জানানোর আগে আমি আপাতত ছুটিতে রয়েছি (Bengaluru doctor is going to take a career break)। আমি শীঘ্রই ৫০ বছর পূর্ণ করতে চলেছি। হাতে আমার বেশ সময় রয়েছে, তাই এটাই সময় কিছু জিনিসকে পুনরায় শুরু করার। আমি আমার ফিটনেস যাত্রা শুরু করব।'
এই পোস্টের কয়েকদিন পরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ডা: কৃষ্ণমূর্তি। ট্রেনারের সঙ্গে জিমের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তাঁর এই জীবনশৈলীতে মুগ্ধ হয়েছেন অন্য এক চিকিৎসক ভেঙ্কটেশ।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'চিকিৎসকেরাও ক্লান্ত হয়। বছরের পর বছর চোখের সামনে মৃত্যু ও অসুস্থতা একজন শক্তিশালী মানুষের মনোবল ভেঙে দিতে পারে। পাশ্চাত্য দেশের মতো ভারতে চিকিৎসকেরা লম্বা ছুটিতে যেতে পারে না। চিকিৎসকদেরও এই প্রবণতা উদযাপন করা উচিত।'