শেষ আপডেট: 24th September 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন দিল্লির শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি। ২০২২ সালে শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। খুন করে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে। এবার বেঙ্গালুরু। ২৯ বছরের এক যুবতীর টুকরো টুকরো করা দেহ উদ্ধার হয়েছে ফ্রিজ থেকে।
বিগত দিনকয়েক ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে এবার তদন্তে নয়া মোড়। সূত্রের খবর, খুনের ঘটনায় জড়িত অন্য রাজ্যের কেউ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত পশ্চিমবঙ্গের এক যুবক।
গত ২১ সেপ্টেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে ফ্রিজের ভিতর থেকে মহালক্ষ্মী নামে ওই তরুণীর টুকরো করা দেহ মিলেছিল। জানা গিয়েছিল, শ্রদ্ধাকাণ্ডের মতোই এই যুবতীরও দেহ ৩০ টুকরো করা ছিল। তারপর ফ্রিজে রেখে দেওয়া হয় টুকরো করা দেহ।
ফ্রিজের সামনে থেকে একটি নীল রঙের স্যুটকেসও উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে কর্নাটকের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর বলেন, 'পশ্চিমবঙ্গের এক ব্যক্তি সন্দেহভাজন বলে খবর মিলেছে। তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।'
তদন্তের পর বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, 'সব দিক দিয়ে বিচার করে তদন্ত চালানো হচ্ছে। মূল অভিযুক্তের হদিস মিলেছে। তাঁকে গ্রেফতারির ব্যবস্থা চলছে। তবে অভিযুক্ত কর্নাটকের নয়, পশ্চিমবঙ্গের।'