Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Bengaluru Auto Driver

‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী

বেঙ্গালুরুর একটি টেক সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট এবং কোয়ালিটি অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন সুরেন্দ্র। বহু প্রজেক্টের দায়িত্ব সামলেছেন তিনি। তবে এখন অটো চালিয়েই রোজগার করছেন তিনি। স্ট্রোক এবং পরিবারের একের পর এক বিপদ তাঁকে এই পথে আসতে বাধ্য করেছে।

‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী

বেঙ্গালুরুর ভাইরাল অটো চালক

শেষ আপডেট: 14 June 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: 'আপনি কি এইচ আর?', বেঙ্গালুরুর অটোচালক (Bengaluru Auto Driver) সুরেন্দ্রর এই একটি প্রশ্ন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একজন দক্ষ আইটি কর্মী (IT Employee) থেকে অটোচালক। 'ভাগ্যের পরিহাসে' জীবন পাল্টেছে সুরেন্দ্রর। আবারও পুরনো পেশায় ফিরতে চাইছেন তিনি। তাঁর গল্পই সামনে এনেছেন গায়ত্রী গোপীকুমার। কীভাবে ওই যুবকের সঙ্গে পরিচয় হল তাঁর, জানিয়েছেন লিংকডিনের একটি পোস্টে।

বেঙ্গালুরুর একটি টেক সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট এবং কোয়ালিটি অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন সুরেন্দ্র। বহু প্রজেক্টের দায়িত্ব সামলেছেন তিনি। তবে এখন অটো চালিয়েই রোজগার করছেন তিনি। স্ট্রোক এবং পরিবারের একের পর এক বিপদ তাঁকে এই পথে আসতে বাধ্য করেছে।

গায়ত্রী গোপীকুমার লিংকডিন পোস্টে (Linkdin Post) অটো যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর পাঁচটা দিনের মতোই অটোয় চড়ে নিজের গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। জরুরী ফোনে ব্যস্ত ছিলেন। ফোন রাখতেই চালক সুরেন্দ্র তাঁকে একটি প্রশ্ন করল, 'ম্যাডাম, আপনি কি এইচ আর? আপনি কি আমাকে একটা চাকরি পেতে সাহায্য করতে পারেন?'

একজন সাধারণ অটোচালকের (Auto Driver Seeks Job) মুখে এই কথা শুনে কৌতূহল জাগে গায়ত্রীর মনে।  তিনি সুরেন্দ্রর সঙ্গে কথা বলে সবটা জানতে পারেন। জানা যায়, সিনিয়র অ্যাসোসিয়েট, কোয়ালিটি অ্যানালিস্ট, টিম লিডার—সব ভূমিকায় অনবদ্য ছিলেন সুরেন্দ্র। কিন্তু একদিন হঠাৎ তিনি স্ট্রোকের শিকার হন। এরপর আসে পরিবারে অসুস্থতার ঝড়। বাধ্য হয়েই ছাড়তে হয় অফিস।

সঞ্চয় বলতে কিছু ছিল না। আর তখনই অটোচালনা হয় তাঁর রোজগারের উপায়। এটা তাঁর জন্য হার মানা ছিল না, বরং পরিবারের পাশে থাকার একটা সাহসী পদক্ষেপ।

গায়ত্রী লিংকডিন পোস্টে লিখেছেন, “তিনি (সুরেন্দ্র) আরও একবার কর্পোরেট দুনিয়ায় ফিরে আসার জন্য প্রস্তুত। কোয়ালিটি অ্যাস্যুরেন্স, অপারেশন সাপোর্ট কিংবা ব্যাক-অফিসের কোনও কাজ চাইছেন, যেখানে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।'

এই মন ছুঁয়ে যাওয়া পোস্টে গায়ত্রী আরও লেখেন, 'প্রত্যেকেরই একটা গল্প থাকে, আর কারও কারও গল্প হয় অসীম ধৈর্য এবং আবার উঠে দাঁড়ানোর কাহিনী।'

তিনি সেই পোস্টে সুরেন্দ্রর ছবি ও যোগাযোগের বিবরণও দিয়েছেন। অনুরোধ করেছেন, যেন বাকিরা সাধ্যমতো তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই পোস্ট ভাইরাল হয়েছে দ্রুত। কেউ বলছেন, 'অসাধারণ এক রেজিলিয়েন্সের গল্প।' কেউ আবার পরামর্শ দিচ্ছেন, “উনি যদি লিঙ্কডিনে প্রোফাইল না রাখেন, তাহলে গায়ত্রী গোপীকুমার, আপনি কি সেটা বানাতে সাহায্য করতে পারেন?'

একজন মন্তব্য করেছেন, 'আপনার এই ধরণের মানবিক গল্প ভাগ করে নেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। আশা করি উনি আবার নিজের জায়গা খুঁজে পাবেন।'


ভিডিও স্টোরি