কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও, গ্রেফতার হুগলির যুবক
শেষ আপডেট: 28th February 2025 07:37
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মহিলাদের স্নান ও পোশাক পরিবর্তনের গোপন ভিডিও তুলে সেসব সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত কুমার ঝা। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে যে, সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানো এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য এইসব ভিডিও তৈরি করেছিল।
ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভে গিয়ে মহিলাদের পুণ্যস্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গত কয়েক সপ্তাহ ধরেই। যোগী পুলিশের সোশ্যাল মনিটরিং টিম ঘটনার তদন্তে নেমে জানতে পারে, একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক পরিবর্তনের কিছু গোপন ভিডিও আপলোড করা হয়েছে। যা পুণ্যার্থীদের মর্যাদা ও গোপনীয়তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ পুলিশের।
বিতর্কিত বিষয়টি সামনে আসতেই কোতোয়ালি কুম্ভমেলা থানায় মামলা দায়ের হয় এবং শুরু হয় তদন্ত। দু’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়েরও করে উত্তরপ্রদেশ পুলিশ। এবার ধরা পড়ল বাঙালি যুবক।
সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। মহাকুম্ভের পবিত্র মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করা হচ্ছে এবং তা দেদার বিক্রি করা হচ্ছে টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে। মহিলারা গঙ্গায় স্নান করার সময়ে তাঁদের অজান্তেই কেউ কেউ গোপনে এই দৃশ্য ক্যামেরাবন্দি করছে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে।
মূলত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এসব ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে ক্যাপশনে লেখা থাকে— 'মহাকুম্ভ গঙ্গাস্নান প্রয়াগরাজ'। অনেক পোস্টে #mahakumbh2025, #gangasnan, #prayagrajkumbh-এর মতো জনপ্রিয় হ্যাশট্যাগও ব্যবহার করা হচ্ছে, যাতে সেগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
ভারতের সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কিছু টেলিগ্রাম চ্যানেল নারীদের এই ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিও বিক্রি করছে। এগুলোর মধ্যে কয়েকটি চ্যানেলের নাম হল, 'Ganga river open bathing group', 'Hidden bath videos group' এবং 'Open bath videos group'।
এই চ্যানেলগুলোর সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে মহিলাদের পোশাক বদলানোর সময়ের গোপন দৃশ্য, স্নানের সময় তোলা খোলামেলা ভিডিও এবং আরও নানারকম আপত্তিকর ফুটেজ শেয়ার করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে সিসিটিভি ফুটেজও লিক করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মহিলারা চিকিৎসকের কাছে পরীক্ষা করাচ্ছেন জামাকাপড় সরিয়ে, বা তাঁদের পোশাক খুলে ইসিজি-র মতো কোনও টেস্ট চলছে।
টেলিগ্রামের এই চ্যানেলগুলিতে জয়েন করতে হলে নির্দিষ্ট টাকা দিতে হয়। অনুসন্ধানে দেখা গেছে, এই সব চ্যানেলগুলোতে জয়েন করার জন্য ৩০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। ওই টাকা দিয়ে ঢুকলে তবেই সেখানকার নানা গোপন ভিডিওগুলো তারা দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে বা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবে।