শেষ আপডেট: 7th January 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: ইন্টারপোলের (INTERPOL) ধাঁচে ভারতপোল (BHARATPOL) নামে সিবিআইয়ের (CBI) নতুন একটি পোর্টালের মঙ্গলবার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে শাহ বলেন, এর ফলে এদেশে অপরাধ সংঘটিত করে বিদেশে ঘাপটি মেরে থাকা অভিযুক্তদের পাকড়াও করতে সুবিধা হবে। এই ব্যবস্থাকে আগামী যুগের সূচনা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড-ইন-কমান্ড। তিনি বলেন, এর ফলে দেশের আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় অনেক সুবিধা হবে।
ভারতপোল পোর্টাল হল ভারতের বাইরে অভিযুক্তদের চিহ্নিত করা, তাদের পাকড়াও করা কিংবা প্রত্যর্পণ বিষয়ক তথ্যাদির একটি খনি। এখানে অপরাধে সন্দেহভাজনদের ছবি, তথ্য ও নানান খবরাখবর আপডেট ও আপলোড করা হবে। যা দেখে তদন্ত প্রক্রিয়া আগের থেকে অনেক সহজলভ্য হয়ে যাবে। শাহ জানান, এই পোর্টালের সাহায্যে দেশের সব তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশগুলি বড় বড় অপরাধমূলক ঘটনায় ইন্টারপোলের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে।
Addressing the launching ceremony of #BHARATPOL, a global interface to curb borderless crimes.
— Amit Shah (@AmitShah) January 7, 2025
https://t.co/6WuoOwdzhY
শাহ আরও বলেন, ভারতপোলের প্রযুক্তির মাধ্যমে আমরা যোগাযোগের ফাঁক পূরণে সমর্থ হব। আমরা এখন থেকে বিদেশের তথ্য জানতে পারব। যার ফলে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেই তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন দেশের তদন্তকারীরা। ভারতপোলের মাধ্যমেই সাইবার অপরাধ, আর্থিক অপরাধ, অনলাইনে মৌলবাদ ছড়ানো, সংগঠিত অপরাধ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ সম্পর্কে হালহকিকত জানা যাবে। তথ্য আদানপ্রদান করা যাবে।