শেষ আপডেট: 10th February 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিনের জন্য দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সোম ও মঙ্গলবার সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৩ তারিখ প্যারিস থেকে আমেরিকা যাবেন মোদী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তাঁর আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন।
দিল্লি থেকে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক বার্তায় ট্রাম্পের প্রথম দফার কথা স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্পের প্রথম দফার সময় ভারত-মার্কিন সম্পর্ক অত্যন্ত কার্যকর হয়েছিল। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেয় তখন। প্রধানমন্ত্রীর আশা আসন্ন সফরেও ভারত উপকৃত হবে।
যদিও ওয়াকিবহাল মহলের একাংশ এই সফরের প্রাপ্তি নিয়ে সন্দিহান। ট্রাম্পের শুল্ক নীতি থেকে ভারতকে রক্ষা করা প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী আমেরিকা রওনা হওয়ার আগেই বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ভারত। আবার মোদী পৌঁছানোর আগে ইস্পাতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে শুল্ক বিবাদ নিয়ে আলোচনা হবে।
ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের আয়োজন করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আলাদা কথা হবে মার্কিন প্রতিনিধি দলের।