শেষ আপডেট: 12th October 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: চারপাশে ব্যানার, হোডিং এবং হোয়াটস অ্যাপে আসা টিজার ভিডিও দেখে মনে হবে সুপার স্টার হিরো-হিরোইনের বিগ বাজেট কোনও সিনেমার রিলিজ আসন্ন। ভিডিওয় ক্লিক করে দেখা যাচ্ছে, দশেরা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোরীদের প্রতি হুঙ্কার ছাড়ছেন দুই সেনা নায়ক একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে।
শনিবার দশেরার অনুষ্ঠানে কে কত সেনা অর্থাৎ দলীয় সমর্থক হাজির করতে পারেন তার পরীক্ষা হবে আর কয়েক ঘণ্টা পরেই। দাদারের শিবাজি পার্ক ভাড়া করেছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা। অন্যদিকে, উদ্ধবের শিবসেনা গোষ্ঠী দশেরার জমায়েত করবে মুম্বইয়ের আজাদ ময়দানে।
দুই ময়দানেই লাখ তিন লোকের সমাগম করা সম্ভব। সকলের নজর থাকবে মাঠ ভরল কিনা। তিন হাজার বেসরকারি বাস ভাড়া করেছে শিন্ডের শিবসেনা। অন্যদিকে, ট্রেন ভাড়া করেছেন উদ্ধব। যাতে গোটা রাজ্য থেকেই মানুষ মুম্বইয়ে দলের দশেরার অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
বিগত কয়েক দশকে দশেরা নিয়ে মুম্বইয়ের রাজনীতির চালচিত্র বদলে গিয়েছে। বছর চল্লিশ আগে লড়াই হত শিবসেনা বনাম কংগ্রেসের। শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের সঙ্গে ভিড়ে পাল্লা দিতে পারেনি কংগ্রেস। যদিও তখন রাজ্য শাসন করত হাত শিবির। আটের দশকের গোড়ায় বিজেপির উত্থানের পর কংগ্রেস দশেরার ভিড়ের লড়াইয়ে পিছিয়ে পড়ে। যদিও বিজেপিও পারেনি শিবসেনাকে দশেরার অনুষ্ঠানে টেক্কা দিতে। আর ২০০২ থেকে লড়াই চলছে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যেই।
তবে এবারের লড়াই নজিরবিহীন। শিন্ডে এবং উদ্ধবকে তাঁদের দল তির ধনুকধারী রাম সাজিয়ে ভিডিও তৈরি করেছে। বিকালে দশেরার অনুষ্ঠান যে রাবণ বধের নামে বিরোধীদের মুণ্ডপাত হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট। শিন্ডের শিবসেনা গুরুতর প্রশ্ন তুলেছে, উদ্ধবের দশেরার জমায়েতে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি লোক পাঠাচ্ছে। ভোটের মুখে শিবসেনা শিবিরে উদ্ধবের রাজনৈতিক ওজন বাড়াতেই এই কৌশল বলে শিন্ডের শিবসেনার অভিযোগ। পাল্টা উদ্ধবও বলেছেন, শিন্ডের দশেরার জমায়েত আসলে বিজেপির জনসভা।
যদিও রাজনৈতিক মহল এবং কংগ্রেস-সহ বাকি দলগুলি স্পষ্ট জানিয়েছে তারা নিজেরাই দশেরার অনুষ্ঠান করছে। কেন অন্য দলের সমাবেশে পার্টি কর্মীরা যাবেন? তাছাড়া, শিন্ডে বা শিবসেনা, কাউকেই এগিয়ে রাখার পক্ষপাতী নয় যথাক্রমে বিজেপি ও কংগ্রেস। কারণ দুই জোট শিবিরেই কথা হয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করা হবে ভোটের পর। জোটে যে দল বেশি আসন পাবে, মুখ্যমন্ত্রীর কুর্সি মিলবে তাদের। অর্থাৎ শিন্ডে এবং উদ্ধব কাউকেই শরিকেরা যথাক্রমে মুখ্যমন্ত্রী থাকা বা হওয়ার প্রতিশ্রুতি দেয়নি।