শেষ আপডেট: 31st October 2024 08:02
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন ধরে নিখোঁজ থাকার পরে প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার হল বছর পঞ্চাশের এক মহিলার! রাজস্থানের জোধপুরের এই ঘটনায় দেহটি কুপিয়ে ৬ টুকরো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেশায় বিউটিশিয়ান ওই মহিলার বাড়ির কাছেই মাটির তলা থেকে উদ্ধার হয়েছে দেহ।
পুলিশ জানিয়েছে, সোমবার থেকে নিখোঁজছিলেন অনিতা চৌধুরি নামের ওই মহিলা। বিকেলে তিনি তাঁর পার্লার বন্ধ করে দিয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। পরের দিন তাঁর স্বামী পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। এর পরেই সন্ধানে নেমে দেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলামউদ্দিন ওরফে গুল মহম্মদ এই ঘটনার পিছনে দায়ী। অনিতার পার্লার যেখানে ছিল, সেই একই বিল্ডিংয়ে দোকান ছিল তারও। দু'জনের মধ্যে ভাল পরিচিতিও তৈরি হয়ে যায়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সোমবার পার্লার বন্ধ করার পরে অটো নিয়ে বেরিয়ে গেছিলেন তিনি। সেই অটোওয়ালাকে খুঁজে বার করে জেরা করে জানা যায়, গনগনা এলাকায় গেছিলেন অনিতা। সেখানেই গুলামউদ্দিনের বাড়ি।
সেখানে পৌঁছে পুলিশ গুলামউদ্দিনের স্ত্রীর দেখা পায় এবং কথা বলে জানতে পারে, তিনি গত তিন দিন তাঁর বোনের বাড়িতে ছিলেন। এর পরে জেরার মুখে তিনি স্বীকার করেন, গুলামউদ্দিনই অনিতাকে মেরে দেহ পুঁতে দিয়েছে। সেই মতো বুলডোজার এনে মাটি খুঁড়ে উদ্ধার হয় কোপানো দেহ।
দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খোঁজ চলছে অভিযুক্তর। কেন এই নৃশংস খুন, জানার চেষ্টা করছে পুলিশ।