যুদ্ধবিরতির পর ভারত-পাক আস্থাবৃদ্ধির পদক্ষেপ হিসেবে এবার তিনটি সীমান্ত চেকপোস্টে ফের চালু হচ্ছে 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান। দীর্ঘ ১২ দিন ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পাকিস্তান সীমান্ত বরাবর পাঞ্জাবের তিনটি চেকপোস্টে এই অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের জন্য প্রবেশাধিকার খুলে দেওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী।
'বিটিং রিট্রিট' অনুষ্ঠান
শেষ আপডেট: 20 May 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে নৃশংস জঙ্গি হামলা (Pahalgam Attack) ও তার পরবর্তী পরিস্থিতির কারণে আটারী-ওয়াঘা (Attari-Wagah) সীমান্তে 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান (Beating Retreat) বাতিল করে দিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জানানো হয়, পাকিস্তানি বাহিনীর জওয়ানের সঙ্গে আর করমর্দন (Handshake) করবেন না।
যুদ্ধবিরতির পর ভারত-পাক আস্থাবৃদ্ধির পদক্ষেপ হিসেবে এবার তিনটি সীমান্ত চেকপোস্টে ফের চালু হচ্ছে 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান। দীর্ঘ ১২ দিন ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পাকিস্তান সীমান্ত বরাবর পাঞ্জাবের তিনটি চেকপোস্টে এই অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের জন্য প্রবেশাধিকার খুলে দেওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী।
কাশ্মীরের বৈসরন উপত্যকার পহেলগামে সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত হিসেবে 'অপারেশন সিঁদুর'-এর পরদিন ৮ মে থেকে 'রিট্রিট সেরিমনি' বন্ধ রাখা হয়েছিল সাধারণ মানুষের জন্য। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ। একই সঙ্গে পাক রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের করমর্দনের বিষয়টাও বন্ধ রাখা হয়েছিল। তবে নিয়ম মেনে প্রতিদিন সন্ধ্যায় বিএসএফের পতাকা নামানোর অনুষ্ঠান চালতই।
সংবাদসংস্থা সূত্রে খবর, আটারী (অমৃতসর), হুসেইনিওয়ালা (ফিরোজপুর) এবং সাদকি (ফাজিলকা) চেকপোস্টে ফের প্রতিদিন সন্ধ্যায় 'বিটিং রিট্রিট' অনুষ্ঠানটি জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে।
বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলজেল জানিয়েছেন, 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান চালু হলেও কিছু জিনিস আপাতত বন্ধ থাকবে। যেমন, কুচকাওয়াজের সময় সীমান্তের গেট খোলা হবে না। এবং বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সদের মধ্যে কোনও রকম করমর্দন বা হাত মেলানো হবে না।