ফাইল ছবি
শেষ আপডেট: 28 February 2025 05:51
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারি শেষ হতে হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। শুক্রবার রাত পেরলেই শুরু মার্চ (March) মাস। চলতি বছরের মার্চে ৩১ দিনের মধ্যে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) ছুটির তালিকা অনুযায়ী দোলযাত্রা, হোলি, শবে কদর, বিহার দিবস, জুমাতুল বিদার মতো অনুষ্ঠানে ছুটি রয়েছে। তেমনই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও পাঁচটি রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই লম্বা ছুটিতে দুর্ভোগে পড়তে পারেন গ্রাহকরা।
এক নজরে দেখে নেওয়া যাক মার্চ মাসের ছুটির তালিকা (Bank Holidays In March 2025)
২ মার্চ (রবিবার) - সাপ্তাহিক ছুটি
৭ মার্চ (শুক্রবার): চাপচার কুট - মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ মার্চ (দ্বিতীয় শনিবার) - সাপ্তাহিক ছুটি
৯ মার্চ (রবিবার) - সাপ্তাহিক ছুটি
১৩ মার্চ (বৃহস্পতিবার): হোলিকা দহন এবং আট্টুকাল পোঙ্গালা - পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মার্চ (শুক্রবার): হোলি (ধুলেটি/ধুলান্দি/দোল যাত্রা) - ত্রিপুরা, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, মণিপুর, কেরালা এবং নাগাল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যে সরকারি ছুটি
১৫ মার্চ (শনিবার): হোলির কারণে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ।
১৬ মার্চ (রবিবার) - সাপ্তাহিক ছুটি
২২ মার্চ (চতুর্থ শনিবার): সাপ্তাহিক ছুটি এবং বিহার দিবস
২৩শে মার্চ (রবিবার) - সাপ্তাহিক ছুটি
২৭ মার্চ (বৃহস্পতিবার): শবে কদর - জম্মুতে ব্যাঙ্ক বন্ধ।
২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল বিদা - জম্মু ও কাশ্মীরে বন্ধ ব্যাঙ্ক।
৩০ মার্চ (রবিবার) - সাপ্তাহিক ছুটি
৩১ মার্চ (সোমবার): রমজান-ইদ (ইদুল ফিতর)-মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে বেশিরভাগ রাজ্যে সরকারি ছুটি থাকবে।
তবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৩১ মার্চ ইদের দিন ছুটি বাতিল করা হয়েছে। যেহেতু ওই দিন ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন। তাই যাতে সরকারি লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে ছুটির কারণে অসুবিধা না হয় তাই আরবিআই-এর তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।