শেষ আপডেট: 27th September 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট নিয়ে ভারতে থাকার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার অ্যাডাল্ট ফিল্ম তারকা রিয়া বারদে। তিনি আরোহী বারদে নামেও পরিচিত। আদতে বাংলাদেশের বাসিন্দা রিয়াকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ।
মা ও ভাই-বোনকে নিয়ে মুম্বইয়ে থাকতেন রিয়া। মুম্বইয়েরই এক ব্যক্তির সঙ্গে বিয়ে করে নেন তাঁর মা। চলে যান কাতারে। এদিকে রিয়ার সঙ্গে মুম্বইতে থাকতেন তাঁর ভাই-বোনরা। রিয়াকে উল্লাসনগর থেকে হিল লাইন পুলিশ গ্রেফতার করলেও ভাই-বোনদের খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খুঁজতে তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, রাজ কুন্দ্রার প্রোডাকশনে কাজ করেছিলেন রিয়া বারদে। অ্যাডাল্ট ফিল্মের সঙ্গেই যুক্ত বরাবর। তাঁর মা রুবি শেখ অমরাবতীর এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন। বিয়ের সময় নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। নামও বদলে ফেলেন তিনি। হয়ে যান অঞ্জলি। বর্তমানে কাতারে রয়েছেন তিনি।
কীভাবে পুলিশ জানতে পারল রিয়ার কথা?
সম্প্রতি রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্র জানতে পারেন, বাংলাদেশের বাসিন্দা এই অভিনেত্রী জাল পাসপোর্ট নিয়ে ভারতে থাকেন। তিনিই খবর দেন পুলিশে।
এবিষয়ে সাব ইন্সপেক্টর সংগ্রাম মালকর বলেন, 'রিয়ার মা অঞ্জলি বাংলাদেশের হলেও পশ্চিমবঙ্গের পরিচয় দিয়ে অমরাবতীর অরবিন্দ বারদেকে বিয়ে করেছেন। তারপর জাল ভারতীয় পাসপোর্ট বানান ও বার্থ সার্টিফিকেটও জাল করেন। শুধু নিজের না, ছেলে মেয়েদের বার্থ সার্টিফিকেট ও পাসপোর্টও জাল করেন। যাতে বোঝা যায় সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।'
পুলিশের তরফে জানানো হয়, তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথি।