শেষ আপডেট: 20th October 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: বিহারের গয়া বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশের এক বাসিন্দা। পুলিশ জানিয়েছে ৮ বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসী সেজে ভারতের বিভিন্ন জায়গায় কাটিয়েছেন তিনি।
একাধিক জায়গা থেকেই খবর পেয়েছিলেন যে তিনি গ্রেফতার হতে পারেন। আর তাই বিভিন্ন সূত্রে ওই খবর পেয়েই তাড়াহুড়ো করে ভারত ছাড়তে চেয়েছিলেন বাবু জো বড়ুয়া। এতদিন ধরে তিনি গয়ার একটি মঠে থাকতেন।
শুক্রবার গ্রেফতার হওয়ার ভয়ে ভারত ছেড়ে থাইল্যান্ড যাওয়ার জন্য গয়া বিমানবন্দরে যান তিনি। সেখানে যখন যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছিল তখন 'বাবুর' শরীরীভাষা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।
এরপর কাগজপত্র দেখতে চাওয়ায় আসল পরিচয় সামনে আসে। দেখা যায় ধৃত ব্যক্তি নকল ভারতীয় পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিক বিমানে উঠতে যাচ্ছিলেন। তার পরপরই গয়ার মগধ মেডিক্যাল থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ দাবি করেছে, ধৃত স্বীকার করেছেন যে তিনি ছদ্মবেশে ভারতে থাকতেন। আসলে তিনি বাংলাদেশের বাসিন্দা। অভিযুক্তের থেকে বিভিন্ন বিদেশী মুদ্রা এবং নগদ ৩৮০০ টাকা ছাড়াও বিভিন্ন পরিচয় এর ভুয়ো আধার এবং প্যান কার্ড পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।