আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।
শেষ আপডেট: 12 June 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামী লিগ সুত্রে অবশ্য জানানো হয়েছে শোকবার্তায় হাসিনা নিজেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লিগের সভাপতি পরিচয় উল্লেখ করেছেন।
আওয়ামী লিগ জানিয়েছে, ভারতের আমদাবাদে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লিগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক শোক বার্তা পাঠিয়েছেন।
শোকবার্তায় তিনি এই ভয়াবহ দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের পাশাপাশি ভারতের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘আমেদাবাদের এই দুর্ঘটনা বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এটি এমনই এক মর্মস্পর্শী ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত সবাইকে এই শোক দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল সময়ে সকল জায়গায় সকল প্রকার দুর্ঘটনা থেকে মানবজাতিকে রক্ষা করেন।