শেষ আপডেট: 3rd September 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: ভারতের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত ২৯ অগাস্ট শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ বিমান বাহিনী। তাদের সি-১৩০ পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে বিমান মহড়ায় অংশ না নিলেও বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকজন পদস্থ কর্তা ভারতে আসবেন পর্যববেক্ষক হিসাবে।
ভারতে দু -দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হয়। প্রথম দফা হয়েছে ৬ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত। তাতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী। কিন্তু দ্বিতীয় দফায় তারা মহড়ায় যোগ দেবে না বলে জানিয়েছে। মহড়ায় অংশ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস প্রভৃতি দেশ।
বাংলাদেশ বিমান বাহিনী কেন সিদ্ধান্ত বদল করল? মনে করা হচ্ছে, দেশের শাসন ক্ষমতায় পালা বদলের কারণে এই সিদ্ধান্ত। ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রাতারাতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ভারত ভালভাবে নেয়নি। তার উপর সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল তোলে সে দেশের কিছু রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।