শেষ আপডেট: 21st September 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগেই ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। উৎসব উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে সেদেশের বাণিজ্য মন্ত্রক। শনিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে।
প্রতিবারই দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। অন্তত, বিগত কয়েকটি বছরে তা রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছিল। তবে এবারে আর পুজোর আগে ইলিশ পাঠানো হবে না বলে গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, "ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে।" পরে ফরিদা আখতার এও জানিয়েছিলেন, "দুর্গা পুজোর আগে ভারতে কোনও ইলিশ পাঠানো হবে না।"
গতবারেও দুর্গা পুজোর আগে বাংলাদেশ থেকে ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনুসের অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে শোরগোল তৈরি হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেকারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে।
এরই মাঝে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর আগেই ভারতে পাঠানো হবে ৩ হাজার মেট্রিক টন ইলিশ। এজন্য আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সেদেশের রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দরপত্র জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অর্থাই সেপ্টেম্বরেই ফের ভারতে ঢুকতে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ।