শেষ আপডেট: 1st February 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের তীব্র সমালোচনা করল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করলেও প্রতিবারের মতো এবার সাংবাদিকদের মুখোমুখি হয়নি কংগ্রেস। দলের লোকসভা এমপি রাহুল শনিবার এই বাজেটকে বুলেটের ক্ষত সারাতে ব্যান্ডএড লাগানোর চেষ্টা বলে মন্তব্য করেন।
এক্সবার্তায় রাহুল লিখেছেন, বিশ্ব যখন এক অনিশ্চয়তার পথে, সেখানে আমাদের অর্থনৈতিক সংকটের দৃষ্টান্তমূলক পরিবর্তন জরুরি ছিল। কিন্তু এই সরকারের চিন্তাভাবনার দেউলিয়াপনা লক্ষ্য করা গিয়েছে বাজেটে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, গত ১০ বছরে সরকার যেখানে আয়কর বাবদ ৫৪.১৮ লক্ষ কোটি টাকা আয় করেছে, সেখানে মধ্যবিত্ত শ্রেণির জন্য খুব সামান্যই কর ছাড়ে স্বস্তি দিয়েছে।
খাড়্গে আরও বলেন, ১২ লাখ পর্যন্ত ছাড়ের অর্থ মাত্র ৮০ হাজার টাকা লাভ। যুব, নারী, কৃষক এবং প্রান্তিক মানুষের জন্য কোনও দৃঢ় পদক্ষেপের কথা নেই বাজেটে। কৃষকদের আয় দ্বিগুণ করার চেষ্টা বা নারী সশক্তিকরণের জন্যও কোনও মজবুত দৃষ্টিভঙ্গি নেই।
দলের নেতা রমেশ এক্সবার্তায় লিখেছেন, বাজেটে কেবলমাত্র বিহারের জন্য তোফা ঘোষণা করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার এনডিএ-র শরিক নীতীশ কুমারকে দরাজ হাতে ঢেলে দিয়েছেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশকে উপেক্ষা করে নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টিও মোদী জোটের অন্যতম শরিক। সমাজ ও আর্থিক ক্ষেত্রে নানান অসুখ থাকা সত্ত্বেও বাজেটে সেসবের সংস্থান নেই। শুধু স্বস্তি মিলেছে করদাতাদের। নির্মলা সীতারামন চারটি ইঞ্জিনে নির্ভরতার কথা বললেও বাজেট বেলাইন হয়ে গিয়েছে।