শেষ আপডেট: 17th October 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বহরাইচে দুর্গা ভাসানের গন্ডগোলে গুলি করে খুনে অভিযুক্তকে এনকাউন্টারে গুলি করল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। পুলিশের অভিযোগ, অভিযুক্ত নেপালে পালানোর চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে, নেপাল সীমান্তের কাছে হান্ডা বসেরি খালের কাছে সরফরাজ ওরফে রিঙ্কু এবং ফাহিমের সঙ্গে সংঘর্ষ বাধে। সেই সময় দুজনকেই পুলিশ গুলি করে।
দুজনেই গোষ্ঠী সংঘর্ষের মূল অভিযুক্ত আবদুল হামিদের দুই ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, তল্লাশি চলার সময় এই দুজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও তাদের পা লক্ষ্য করে গুলি ছুড়লে দুজনেই জখম হয়। নব ভারত টাইমসের খবর অনুযায়ী, স্থানীয় মোড়ল গোছের লোক এই আবদুল হামিদ। তার মেয়ে রুকসার বলেন, তাঁর বাবা এবং দুই ভাইকে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স আটক করেছে। তাদের সঙ্গে আরও এক যুবককে আটক করে পুলিশ।
রুকসারের দাবি, তাঁর স্বামী ও দেওরকে আগেই হেফাজতে নেয় পুলিশ। কিন্তু, তাদের কোথায় রাখা হয়েছে তা পুলিশ জানায়নি। এদিকে, রবিবারের গন্ডগোলে ২২ বছরের এক যুবক রামগোপাল মিশ্রর পর থেকে বহরাইচেরর মহারাজগঞ্জে যে উত্তেজনার সৃষ্টি হয়, তা এদিন শান্ত হয়েছে। নেট চালু করেছে প্রশাসন। জনজীবন এদিন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এলাকায়।