শেষ আপডেট: 19th October 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: বাবা সিদ্দিকি খুনে নয়া তথ্য হাতে এল মুম্বই পুলিশের। এক অভিযুক্তর ফোনে পাওয়া গেল বাবা সিদ্দিকির ছেলে, বিধায়ক জিশান সিদ্দিকির ছবি। তদন্তে নেমে দিন কয়েক আগেই পুলিশ জানতে পারে, প্রাক্তন মন্ত্রীকে খুনের পাশাপাশি তাঁর ছেলেকেও খুনের ছক কষেছিল বিষ্ণোই গ্যাং। খুনের সুপারিও দেওয়া হয় দু'জনেরই। কিন্তু কপাল জোরে বেঁচে যান জিশান। পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে গতকাল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেছেন তিনি।
সূত্রের খবর, যে ছবি ফোনে খুঁজে পায় পুলিশ, তা স্ন্যাপচ্যাট নামের একটি অ্যাপের মাধ্যমে অভিযুক্তদের কাছে এসেছিল। এই অ্যাপ ব্যবহার করেই খুনে জড়িত বার্তাও শেয়ার করা হয়েছিল। যদিও তা দেখার পরই ডিলিট করে দেওয়া হয়।
১২ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে ছেলে জিশানের অফিসের সামনে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। ঘটনায় এপর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে প্রথমে খুনের সুপারি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। তারা বাবা সিদ্দিকিকে খুন করবে না বলে জানিয়ে দেয়। তারপর উত্তরপ্রদেশের ধরমরাজ কাশ্যপ, গুরনেল সিং ও শিবকুমার গৌতমের সঙ্গে কথা বলা হয়।
উত্তরপ্রদেশের বাসিন্দা, তাই বাবা সিদ্দিকি সম্পর্কে তেমন কিছু জানবে না, এটা ধরেই নিয়েই ওই তিনজনের সঙ্গে কথা বলা হয় ও তাদের খুনের সুপারি দেওয়া হয়। ঘটনার দিন বাবা সিদ্দিকির সঙ্গে যে কনস্টেবল ছিলেন তাঁকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ। তদন্ত চলছে।
এই ঘটনার সঙ্গেই ফের শিরোনামে উঠে এসেছে বিষ্ণোই গ্যাং। মথুরায় তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই গ্যাং-এর সঙ্গে যুক্ত একশার্প শ্যুটার, যে দিল্লির জিম মালিক খুনের সঙ্গেও জড়িত, তাকে জেলে বসে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায় সম্প্রতি। বৃহস্পতিবার ঘটনায় তিনজন পুলিশকে সাসপেন্ড করা হয়।